v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
আফগানিস্তানে হামলায় স্পেনিশ বাহিনীর হয়ে দু'জন নিহত
2008-11-10 18:28:16
     স্পেনের প্রতিরক্ষা মন্ত্রী কার্মে ছাকোন ৯ নভেম্বর জানিয়েছেন, আফগানিস্তানে মোতায়েন স্পেনিশ বাহিনী এ দিন আফগানিস্তানের পশ্চিমাংশের হেরাত প্রদেশে এক হামলার শিকার হয়, এতে তাদের দু'জন সৈন্য নিহত হয়েছে।

    মাদ্রিদে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কার্মে ছাকোন বলেছেন, এদিন দুপুরে স্পেনিশ বাহিনীর একটি সৈন্য বহনকারী সাঁজোয়াগাড়ী হেরাত প্রদেশের সিনদান্দ অঞ্চলে কাজ শেষে ফেরার সময় আত্মঘাতী গাড়ী বোমা হামলার শিকার হয়। ঘটনাস্থলে দু'জন সৈন্য নিহত আর চার জন আহত হয়েছে। এর মধ্যে এক'জনের অবস্থা আশংকাজনক।

     বর্তমানে আফগানিস্তানে ন্যাটোর নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীতে স্পেনিশ সৈন্য রয়েছে ৭৭৮ জন। ২০০২ সাল থেকে এ পর্যন্ত আফগানিস্তানে ৮৭ জন স্পেনিশ সৈন্য প্রাণ হারিয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China