v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
সু চৌ বৈদ্যুতিক পণ্য প্রস্তুতকারীদের মেলার নবায়ন ও উদ্ভাবন ও বাণিজ্যিক সুযোগ
2008-11-03 20:26:46
সাম্প্রতিক বছরগুলোতে প্রতি বছরের অক্টোবর মাসে পূর্ব চীনের সু চৌ শহরে বৈদ্যুতিক পণ্য প্রস্তুতকারীদের মেলা অনুষ্ঠিত হয়। মেলার মাধ্যমে দেশ ও বিদেশে থেকে আসা বিখ্যাত আইটি প্রস্তুতকারকগণ, গবেষণা ও উন্নয়ন সংস্থা ও ক্রেতারা প্রযুক্তিগত প্রদর্শন, বাণিজ্যিক আলোচনা ও শিল্প সম্পর্কিত ফোরামসহ বিভিন্ন তত্পরতায় যোগ দিয়ে থাকে। চলতি বছরের সু চৌ বৈদ্যুতিক পণ্য প্রস্তুতকারীদের মেলায় বেশি ধরণের নতুন প্রযুক্তির পণ্য প্রদর্শিত হয়। এর পাশাপাশি চীনের মূলভূভাগ ও তাইওয়ান অঞ্চলের সংশ্লিষ্ট ব্যক্তিগণ আইটি শিল্পের উন্নয়ন ত্বরান্বিত করা সম্পর্কে সংলাপেও অংশ নেন। আজকের অনুষ্ঠানে সু চৌ বৈদ্যুতিক পণ্য প্রস্তুতকারীদের মেলা সম্পর্কে আপনাদেরকে কিছু বলবো আমি।(১)

শাংহাই, চিয়াং সু ও জে চিয়াং নিয়ে গঠিত চীনের ইয়াংসি নদীর ব-দ্বীপ অঞ্চল কেবল চীনের একটি অর্থনৈতিক প্রাণশক্তিতে ভরপুর অঞ্চল তাই নয়, বরং চীনের বৈদ্যুতিক পণ্য প্রস্তুতকারীদের শিল্পের গুরুত্বপূর্ণ ঘাঁটিতেও পরিণত হয়েছে। এ অঞ্চলের আইটি শিল্পের উন্নয়নে পরিসেবা দেয়ার জন্য সু চৌ শহর ২০০২ সাল থেকে বৈদ্যুতিক পণ্য প্রস্তুতকারীদের মেলা আয়োজন করে আসছে। ছয় বছরের উন্নয়নের মাধ্যমে বর্তমানে এটি চীনের একটি প্রভাবশালী মেলায় পরিণত হয়েছে। চলতি বছরের মেলা দেশ ও বিদেশের ৬৩০টিরও বেশি আইটি শিল্পপ্রতিষ্ঠান ও সংস্থার দৃষ্টি আকর্ষণ করেছে। এবারের মেলা আগের মেলার তুলনায় শীর্ষ স্থানে অবস্থান করছে।

মেলাটিতে সেমি-কন্ডাক্টার পার্টস ,ওপটো-ইলেকট্রিক্যাল,সফ্টওয়্যার ও ডিজিট্যালসহ বিভিন্ন ধরণের প্রদর্শনী কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। এসব প্রদর্শনী কেন্দ্র আইটি শিল্পের সকল ক্ষেত্রের পণ্য প্রদর্শন করছে। এর পাশাপাশি পেশাগত বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রের ফোরাম ও সেমিনারেরও আয়োজন করা হয়েছে। বিশেষজ্ঞগণ প্রযুক্তি ও বাজারসহ বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেছেন। বহু প্রযুক্তির ফলাফল প্রদর্শনের মাধ্যমে আন্তর্জাতিক ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করেছে এ পণ্য মেলা। সুইডেনে থেকে আসা ওড লিন্ডাহ কেবল প্রদর্শনকারী ব্যবসায়ী তাই নয়, বরং একজন দর্শকও। তিনি আমাদের সংবাদদাতাকে বলেছেন, (২)

এবারের মেলা খুব বড়। আমার মনে গভীর রেখাপাত করেছে। এখানে বেশি উদ্ভাবনের ধারণা ও পণ্যদ্রব্য পাওয়া যাচ্ছে। আমি এখান থেকে আরো বেশি অভিজ্ঞতা নিতে চাই।

বিশ্বের সম্পদের অভাব ও ইলেকট্রন দূষণ তীব্রতর হওয়ার পটভূমিতে এবারের মেলার প্রসঙ্গ হলো 'সবুজ বিজ্ঞান ও প্রযুক্তি'। আমাদের সংবাদদাতা মেলায় সৌর শক্তি চালিত ইলেকট্রন,সলিড ইলেকট্রিক শক্তি সাশ্রয়ী ও কয়লার নিঃসরণ কমানো যায় এমন ডিজাইনের সবুজ ইলেকট্রনিক পণ্যদ্রব্য দেখতে পেয়েছেন। কর্মীরা বলেছেন, এসব বিজ্ঞান ও প্রযুক্তির ফলাফল চিপ, কম্পিউটার ও গাড়ির ইলেকট্রনিক সাজ-সরঞ্জামসহ বিভিন্ন উত্পাদনের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে।

পেইচিং'র একটি কোম্পানির প্রদর্শনীতে দুটি শক্তি সাশ্রয়ী ও পরিবেশ সহায়ক কম্পিউটার সকলের দৃষ্টি বিশেষভাবে আকর্ষণ করেছে। দুটি কম্পিউটারের সাইজ খুব ছোট। এর একটি কম্পিউটারের আয়তন শুধু মাত্র দুটি বইয়ের মত। এ কোম্পানির ম্যানেজার চাও কাং বলেছেন, তাদের এ কম্পিউটার সবচেয়ে নতুন চিপ ব্যবহার করেছে। ছোট আয়তনের সুবিধা দেয়ার পাশাপাশি শক্তির সাশ্রয়ের ব্যবস্থাও করা হয়েছে। চাও কাং বলেছেন, (৩)

এ কম্পিউটারের প্রোসেসার হচ্ছে বিশ্বের প্রথম সবচেয়ে ছোট প্রোসেসার। এ পর্যায়ের প্রোসেসার অন্যান্য একই পর্যায়ের প্রসেসারের তুলনায় ৭০ শতাংশ শক্তি সাশ্রয় করতে পারে।

এবারের মেলায় ৩২ শতাংশ প্রদর্শনকারী সংস্থা হংকং, ম্যাকাও ও তাইওয়ান থেকে এসেছে। এর মধ্যে তাইওয়ানের ব্যবসায়ীর সংখ্যা খুবই বেশি। এটি তাইওয়ানের বৈদ্যুতিক পণ্য প্রস্তুতকারীদের প্রযুক্তি বিশ্বের গুরুত্বপূর্ণ অবস্থান এবং দু'পারের ইলেকট্রনিক শিল্প ক্ষেত্রের ঘনিষ্ঠ সহযোগিতার সম্পর্কের প্রতীক। সু চৌ শহরের ভাইস মেয়র চৌ ওয়ে চিয়াং বলেছেন, বর্তমানে সু চৌতে শিল্পপ্রতিষ্ঠান নির্মাণ করে পুঁজি বিনিয়োগকারী তাইওয়ানের আইটি শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা এক হাজারেরও বেশি। সু চৌ ও তাইওয়ানের ঘনিষ্ঠ সহযোগিতার সম্পর্কের ভিত্তিতে সু চৌ সরকার ও তাইওয়ানের আইটি সমিতির যৌথ উদ্যোগে বৈদ্যুতিক পণ্য প্রস্তুতকারীদের মেলা অনুষ্ঠিত হয়। এবারের মেলায় তাইওয়ান প্রণালীর দু'পারের ইলেকট্রনিক পণ্যদ্রব্য ও বাজারের শীর্ষ সম্মেলন সংক্রান্ত ফোরাম আয়োজনের ব্যবস্থাও বিশেষভাবে চালু হয়েছে। যাতে দু'পারের সংশ্লিষ্ট ব্যক্তিগণ আইটি শিল্পের উন্নয়ন ত্বরান্বিত করা সম্পর্কে গভীরভাবে মত বিনিময় করতে পারেন।

তাইওয়ানের প্রিন্টেড সার্কিট সমিতির মূলভূভাগে সেবা বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা সিয়ে বিং সুন আমাদের সংবাদদাতাকে বলেছেন, বর্তমানে বিশ্বে আর্থিক সংকটের নেতিবাচক প্রভাব সম্প্রসারিত হচ্ছে। বৈদ্যুতিক পণ্য উত্পাদনকারী শিল্পের ওপরও এটি কিছু নেতিবাচক প্রভাব ফেলেছে। তবে এতে দু'পারের সহযোগিতার প্রবণতার পরিবর্তন হবে না। তিনি বলেছেন, (৪)

বর্তমানে দু'পারের যৌথ অর্থনৈতিক তত্পরতা তেমন ভালো নয়। তবে ভবিষ্যতে অর্থনীতির উন্নয়ন সম্পর্কে সবাই আশাবাদী। মূলভূভাগের বাজার খুব বড়। ভবিষ্যতে আরো বেশি সুপ্ত শক্তিকে কাজে লাগানো সম্ভব ।

বহু বছরের উন্নয়নের মাধ্যমে চীনের ইয়াংসি নদীর ব-দ্বীপ অঞ্চল তার শ্রেষ্ঠ অর্থনৈতিক ভিত্তি, ব্যাপক পেশাগত প্রতিভা এবং দক্ষিণ কোরিয়া, জাপান, তাইওয়ান ও দক্ষিণপূর্ব এশিয়ার বহু শ্রেষ্ঠ শিল্পপ্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করেছে। বর্তমানে ইয়াংসি নদীর ব-দ্বীপ অঞ্চল চীনের ইলেকট্রনিক শিল্পের ওপর গবেষণা ও উত্পাদনের দিক থেকে শীর্ষ স্থানে রয়েছে।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China