v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
শ্রীলংকার নৌবাহিনী ও এলটিটিইর তুমুল লড়াইয়ে ১৪ জন নিহত
2008-11-01 18:46:17
    শ্রীলংকার সামরিক পক্ষ ১ নভেম্বর বলেছে, শ্রীলংকার নৌ বাহিনী এ দিন সকালে উত্তরাংশের সমুদ্রে সরকার বিরোধী সশস্ত্র তামিল ইলাম টাইগার মুক্তি সংস্থা এলটিটিই'র সঙ্গে গুলি বিনিময় করেছে। এতে এলটিটিই'র ১৪জন সদস্য নিহত, ১৬জন আহত হয়েছে। শ্রীলংকার নৌ বাহিনীর ৫ জন আহত হয়েছে।

    শ্রীলংকার নৌ বাহিনী এদিন সকালে জাফনা উপদ্বীপের নাকারকোয়াইলের নিকটবর্তী জলসীমায় এলটিটিই'র জাহাজগুলোর সন্ধান পেয়েছে। এরপর দু'পক্ষের মধ্যে তুমুল লড়াই ঘটে। গুলি বিনিময়ে এলটিটিই'র চারটি জাহাজ বিধ্বস্ত হয়েছে।

    এটা হচ্ছে এক সপ্তাহের মধ্যে শ্রীলংকার সরকারী বাহিনী ও এলটিটিই এর মধ্যে দ্বিতীয় বার বড় আকারের সশস্ত্র সংঘর্ষ। (ইয়ু কুয়াং ইউয়ে)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China