রেড ক্রস সোসাইটির আন্তর্জাতিক কমিটি ৩১ অক্টোবর জেনেভায় প্রকাশিত এক ইস্তেহারে জরুরীভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে পাকিস্তানের ভূমিকম্পে কবলিত দুর্গতদের ত্রাণ ও সাহায্যের জন্য ৭৮ লাখ মার্কিন ডলার অনুদান করার আহ্বান জানিয়েছে।
ইস্তেহারে রেড ক্রস সোসাইটির আন্তর্জাতিক কমিটির ইসলামাবাদ প্রতিনিধি কার্যালয়ের দায়িত্বশীল কর্মকর্তা পাসকাল খুতাতের কথা উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, পরাঘাত নিরন্তরভাবে ঘটছে বলে অনেক মানুষ বাইরে থাকছে।
ইস্তেহারে আরো বলা হয়েছে, ভূমিকম্প হওয়ার পর রেড ক্রস সোসাইটির আন্তর্জাতিক কমিটি এবং পাকিস্তানের রেড ক্রিসেন্ট শিগগিরই কর্মচারীদেরকে দুর্গত অঞ্চলে পাঠিয়েছে। তারা স্থানীয় স্বাস্থ্য বিভাগকে চিকিত্সা সামগ্রী সরবরাহ করেছে এবং দুর্গতদের মধ্যে তাঁবু, জলরোধক কাপড়, কম্বল, খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য বিতরণ করেছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|