v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
সংস্কার ও উন্মুক্তকরণের পর চীনের জি ডি পি বছর প্রতি ৯.৮ শতাংশ করে বৃদ্ধি পাচ্ছে
2008-10-31 21:08:59
চীনের রাষ্ট্রীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের ভাইস চেয়ারম্যান জেন শিও ছান ৩১ অক্টোবর পেইচিংয়ে বলেছেন, চীনে সংস্কার ও উন্মোকরণ নীতি চালু হওয়ার ৩০ বছর পর জি ডি পির বার্ষিক বৃদ্ধি ৯.৮ শতাংশ। ডাব্লিও টি ও এবং চীন: পেইচিং আন্তর্জাতিক ফোরামে" তিনি এ কথা বলেন। জানা গেছে, গত বছর চীনের শহর ও গ্রামাঞ্চলে নাগরিকদের বার্ষিক মাথাপিছু আয় ১৯৭৮ সালের তুলনায় ৭.৫ গুণের মতো ছিল। তিনি বলেন, সংস্কার ও উন্মুক্তকরণ নীতি চালু হওয়ার পর চীনের আর্থ-সমাজিক ক্ষেত্রে লক্ষ্যণীয় সাফল্য অর্জিত হয়েছে।
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China