v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীনের কেন্দ্রীয় টেলিভিশন কেন্দ্রের জনপ্রিয় উপস্থাপকদের পরিবর্তন
2008-10-27 18:16:19

   চিং ঈ দান

   চিং ঈ দান হচ্ছেন বর্তমান কেন্দ্রীয় টেলিভিশন কেন্দ্রের 'ফোকাস সংলাপ' ও 'প্রাচ্য টাইমস' এই দুটি অনুষ্ঠানের উপস্থাপিকা। তিনি পরপর তিন বার 'জাতীয় সেরা দশ টেলিভিশন উপস্থাপকের সোনালী মাইক্রোফোন পুরস্কার' পেয়েছেন। 'ফোকাস সংলাপ' হচ্ছে ব্যাপক জনপ্রিয় ও নির্ভরযোগ্য একটি অনুষ্ঠান। এ অনুষ্ঠানের বিষয়বস্তু অনুযায়ী উপস্থাপকরা খুব ফ্যাশনেবল কাপড়-চোপড় পড়ে না।

লি ইয়ো

    লি ইয়ো পর পর 'পৃথিবী একসাথে আছে', 'সম্মিলনী', 'সৌভাগ্য ৫২', 'অসাধারণ ৬+১' আর 'স্বপ্নের চীন' নামে অনুষ্ঠানগুলো পরিচালনা করে আসছেন। লি ইয়ো কেন্দ্রীয় টেলিভিশনের আসার আগে বসন্ত উত্সব বিষয়ক অনুষ্ঠান সবসময় ভোগ সংস্কৃতির পিছনে লুকিয়ে ছিল। লি ইয়ো আসার পর বসন্ত উত্সব বিষয়ক অনুষ্ঠানের ভোগ সংস্কৃতি উন্মুক্ত হয়েছে। লি ইয়ো বলেছেন, 'পুরুষদের সাহস করে বাইরে গিয়ে কাজ করা উচিত।' এখন লি ইয়ো আগের চেয়ে আরো ফ্যাশন সমৃদ্ধ হয়েছেন। (ইয়ু কুয়াং ইউয়ে)


1 2 3
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China