v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
সপ্তম এশিয়া-ইউরোপ শীর্ষ সম্মেলন শেষ
2008-10-25 22:46:40

    ২৫ অক্টোবর বিকালে দু'দিনব্যাপী সপ্তম এশিয়া-ইউরোপ শীর্ষ সম্মেলন পেইচিংয়ে শেষ হয়েছে। ৪৫টি অংশগ্রহণকারী দেশের রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, অঞ্চলিক সংস্থার প্রধান ও প্রতিনিধিগণ সমাপনী অনুষ্ঠানে অংশ নেন।

    চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও সমাপনী অনুষ্ঠানে সম্মেলনের সার্বিক পর্যালোচনা করেছেন। তিনি বলেন, এ সম্মেলনের পূর্বনির্ধারিত লক্ষ্য অর্জিত হয়েছে। অশগ্রহণকারী নেতারা এশিয়া-ইউরোপের বিভিন্ন দেশের জরুরী সমস্যা নিয়ে গভীর মত বিনিময়ের পর মতৈক্যে পৌঁছেছেন। ব্যাংকিং সংকট সুষ্ঠুভাবে মোকাবেলা, সম্প্রসারিত এশিয়া-ইওরোপ সহযোগিতা ও বিশ্বের সমস্যাগুলোর সমাধান তরান্বিত করার ক্ষেত্রে ইতিবাচক অবদান রেখেছে। তিনি আরো বলেন, সম্মেলন শেষে, "আর্ন্তজাতিক ব্যাংকিং পরিস্থিতির ওপর বিবৃতি","টেকসই উন্নয়ন:পেইচিং ঘোষণা" ও " চেয়ারম্যান বিবৃতি"সহ তিনটি দলিল প্রকাশিত হয়েছে। এর পাশাপাশি, অর্থনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক ও টেকসই উন্নয়ন ক্ষেত্রের অনেক প্রস্তাব অনুমোদিত হয়েছে।

    এ দিন সম্মেলনের শেষের আগে তিনটি পূর্পাংগ অধিবেশন অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী বিভিন্ন পক্ষ খাদ্য নিরাপত্তা, ত্রাণ সহযোগিতা, টেকসই উন্নয়ন অর্থাত্ এক হাজার বছরের উন্নয়নের লক্ষ্য,জ্বালানি নিরাপত্তা ,জলবায়ু পরিবর্তন, সমাজিক সম্প্রীতি, বিভিন্ন সভ্যতার মধ্যে সংলাপ জোরদার করা নিয়ে অলোচনা করেছেন। মধ্যাহৃভোজে অংশগহণকারী প্রধানগণ আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে অলোচনা করেছেন।

    সাংবাদিকদের সাক্ষাত্কালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়ে ছি জানান, এ সম্মেলন ফলপ্রসু হয়েছে। এর মধ্যে এশিয়া-ইউরোপ সহযোগিতা জারদার করে যৌথভাবে ব্যাংকিং সংকট মোকাবেলার দৃঢ় সংকল্পের কথা বলা হয়েছে । (শিয়ে নান)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China