সপ্তম এশিয়া ইউরোপ শীর্ষ সম্মেলন ২০০৮ সালের ২৪ ও ২৫ অক্টোবর বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। এশিয়া ও ইউরোপ সম্মেলনের দ্বিতীয় বার সম্প্রসারণের পর ৪৫টি সদস্য দেশের নেতাদের এ প্রথম বারের মত।
সপ্তম এশিয়া ইউরোপ শীর্ষ সম্মেলনের প্রতীক
শীর্ষ সম্মেলনের প্রসঙ্গ হচ্ছে 'সংলাপ ও সহযোগিতা এবং পারস্পরিক কল্যাণ'। সম্মেলনে অংশগ্রহণকারী নেতারা টেকসই উন্নয়ন সংক্রান্ত রাজনীতি, অর্থনীতি ও সামাজিক সংস্কৃতি এই তিনটি ক্ষেত্রে গভীরভাবে আলোচনা করেছেন। সম্মেলনটি এশিয়া ও ইউরোপের সুষম সংলাপ ও পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা সম্প্রসারণ ও গভীরতর করার চেষ্টা চালিয়েছে, সকলের জন্য সুবর্ণ সৃষ্টির মধ্য দিয়ে দু'টি মহাদেশের জনগণের জন্য কল্যাণ বয়ে এনেছে। |