৭ম এশিয়া ও ইউরোপ শীর্ষ সম্মেলন ২৪ অক্টোবর পেইচিংয়ে শুরু হয়েছে। সম্মেলনের ৪৫টি সদস্য দেশের নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন। চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও সম্মেলন সভাপতিত্ব করেছেন এবং প্রেসিডেণ্ট হু চিন থাও এতে ভাষণ দিয়েছেন।
এবারের সম্মেলনের প্রধান বিষয় হচ্ছে "সংলাপ ও সহযোগিতা এবং উভয়ের উপকারিতা ও কল্যাণ"। অংশগ্রহণকারীরা রাজনীতি, অর্থনীতি , সমাজ ও সংস্কৃতি এ তিনটি ক্ষেত্রে দু'দিন ধরে আলোচনা করবেন এবং বর্তমান বিশ্ব আর্থিক পরিস্থিতি নিয়ে মত বিনিময় করবেন।
উল্লেখ্য এশিয়া ও ইউরোপ সম্মেলন ১৯৯৬ সালে শুরু হয়। এটি এশিয়া ও ইউরোপের সর্বোচ্চ পর্যায়ের ও বৃহত্তম আকারের সরকারী সম্মেলন। এর মূল বিষয় বৈঠক ও সহযোগিতার মাধ্যমে এশিয়া ও ইউরোপের ব্যাপক অংশীদারিত্বের সম্পর্ক গড়ে তোলা। এ শীর্ষ সম্মেলন হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের সম্মেলন। এতে এশিয়া ও ইউরোপ সম্মেলনের পরিচালনা নীতি ও উন্নয়নের দিক নির্ধারিত হয়ে থাকে। শীর্ষ সম্মেলন দু'বছর পর পর পালাক্রমিকভাবে এশিয়া ও ইউরোপে অনুষ্ঠিত হয়। (ওয়াং তান হোং) |