চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের সরকারী ওয়েবসাইটের ২৪ অক্টোবরের খবরে জানা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে চীন সক্রিয়ভাবে এশিয়া ও ইউরোপের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতায় অংশ নিয়ে আসছে এবং সংশ্লিষ্ট এশিয় ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের স্থিতিশীল উন্নতি হয়েছে।
জানা গেছে, গত বছর চীন এবং এশিয়া ও ইউরোপ শীর্ষ সম্মেলনের সদস্য দেশগুলোর মধ্যকার বাণিজ্যিক মূল্য এক ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এটা গত বছর চীনের মোট বাণিজ্যিক মূল্যের প্রায় অর্ধেক দাঁড়ায়। এক বছরে এশিয়া ও ইউরোপ সম্মেলনের সদস্য দেশগুলো চীনে ৯৯০০টি বিনিয়োগ প্রকল্প স্থাপন করেছে। এতে বিনিয়োজিত পুজিঁর পরিমাণ ১৫.৬ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। এটা হচ্ছে গত বছর চীনে বিনিয়োগকৃত মোট বিদেশী মূল্যের পাঁচ ভাগের এক ভাগেরও বেশি।
ইউরোপীয় ইউনিয়ন, জাপান, আসিয়ান, দক্ষিণ কোরিয়া ও ভারত গত বছর চীনের দশটি বৃহত্তম বাণিজ্যিক অংশীদারিত্বের মধ্যে রয়েছে। এর মধ্যে ই.ইউ হচ্ছে চীনের সবচেয়ে বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং রপ্তানীকৃত বাজার ও প্রযুক্তি আমদানীর উত্সস্থল।(ইয়ু কুয়াং ইউয়ে) |