২৪ অক্টোবর পেইচিংয়ে এশিয়া ও ইউরোপের শীর্ষ সম্মেলনে উপস্থিত স্লোভানিয়ার প্রেসিডেন্ট ডানিলো তার্ক ও অষ্ট্রিয়ার প্রধানমন্ত্রী আলফ্রেড গুসেনবাওয়ার-এর সঙ্গে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও বৈঠক করেছেন।
তার্কের সঙ্গে বৈঠকে ওয়েন চিয়া পাও বলেছেন, চীন স্লোভানিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে দু'পক্ষ পৌঁছানোর বিভিন্ন মতৈক্য বাস্তবায়ন করতে ও দু'দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সম্পর্কে নতুন অগ্রগতি অর্জন করতে আগ্রহী। তার্ক বলেছেন, স্লোভানিয়া আশা করে, চীনের সঙ্গে রাজনৈতিক সংলাপ চালিয়ে যাবে এবং আর্থ-বাণিজ্য ও পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতাকে জোরদার করবে।
গুসেনবাওয়ারের সঙ্গে বৈঠকে ওয়েন চিয়া পাও বলেছেন, চীন অষ্ট্রিয়ার সঙ্গে বিভিন্ন পর্যায়ের সংলাপ জোরদারে, পারস্পরিক আস্থা ও সমঝোতা উন্নত করা সহ দ্বিপক্ষীয় সম্পর্কের দ্রুত উন্নয়নে আগ্রহী। গুসেনবাওয়ার বলেছেন, অষ্ট্রিয়া চীনের সঙ্গে সম্পর্কের ওপর গুরুত্ব দেয়। আশা করে, চীনের সঙ্গে উচ্চ পর্যায়ের বিনিময় বজায় রেখে রাজনীতি ও আর্থ-বাণিজ্য ক্ষেত্রের সহযোগিতা ভবিষ্যতে আরো জোরদার হবে।(লিলু) |