v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
৭ম এশিয়া-ইউরোপ শীর্ষ সম্মেলনে হু চিন থাও
2008-10-24 18:42:13
    ৭ম এশিয়া-ইউরোপ শীর্ষ সম্মেলন ২৪ অক্টোবর পেইচিংয়ে শুরু হয়েছে। চীনের প্রেসিডেণ্ট হু চিন থাও তার উদ্বোধনী ভাষণে বলেন, যৌথ প্রচেষ্টা চালিয়ে পরস্পরের কল্যাণ অর্জন হচ্ছে এশিয়া ও ইউরোপের শ্রেষ্ঠ বাছাই।

    হু চিন থাও বলেন, বৈশ্বিক অর্থনীতির প্রেক্ষাপটে এশিয়া ও ইউরোপ মহাদেশের ভাগ্য ও ভবিষ্যত বিশ্বের ভাগ্যের সঙ্গে লীন হয়েছে। এশিয়া ও ইউরোপের উচিত দু'পক্ষের উন্নয়ন নীতির প্রতি সচেতন থেকে খোলা মন নিয়ে দু'পক্ষের অর্থনীতি ক্ষেত্রের পরিপূরক সুবিধাকে কাজে লাগিয়ে সহযোগিতাকে জোরদার করা এবং বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সমতার ভিত্তিতে বৈঠক ও সংলাপের মাধ্যমে আর্থ-বাণিজ্যিক বিরোধের মোকাবিলা করা।

    তিনি আরও বলেন, বর্তমান বিশ্বের অর্থ সংকট মোকাবিলার জন্য সংশ্লিষ্ট দেশগুলোর ইতিবাচক ব্যবস্থাকে চীন সমর্থন ও প্রশংসা করে। এ সংকট মোকাবিলার জন্য চীনও যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। চীন দায়িত্বশীলতার আলোকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বিশ্বের অর্থ বাজার ও অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা চালিয়ে যাবে।

    এবারের সম্মেলনের প্রধান প্রতিপাদ্য হচ্ছে "সংলাপ, সহযোগিতা এবং পরস্পরের কল্যাণ"। অংশগ্রহণকারীরা রাজনীতি, অর্থনীতি ও সামাজিক সংস্কৃতি এ তিনটি ক্ষেত্রে দু'দিন ধরে আলোচনা করবেন এবং বিশ্বের বর্তমান আর্থিক পরিস্থিতি নিয়ে মত বিনিময় করবেন। (ওয়াং তান হোং)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China