v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
৭ম এশিয়া ও ইউরোপের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী বেশ কয়েকজন নেতার সঙ্গে ওয়েন চিয়া পাও-এর সাক্ষাত্
2008-10-24 16:51:55
    চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ২৪ অক্টোবর পেইচিংয়ে ৭ম এশিয়া ও ইউরোপের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সোমচাই ওয়াংসাওয়াত ও জাপানের প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে পৃথক পৃথকভাবে সাক্ষাত্ করেছেন।

    কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে সাক্ষাত্কালে ওয়েন চিন পাও বলেন, চীন অব্যাহতভাবে কম্বোডিয়ার অর্থনীতির উন্নয়ন এবং দু'পক্ষের গুরুত্বর্পূণ সহযোগিতামূলক প্রকল্প তরান্বিত করতে এবং মেগা নদীর উপ অঞ্চলীয় সহযোগিতার কাঠামোয় কম্বোডিয়ার সঙ্গে পরিবহণ যোগাযোগ ও টেলিকমসহ বিভিন্ন অবকাঠামোগত নির্মাণে সহায়তা করে যাবে। হুন সেন বলেন, দু'দেশ জলসেচ ও অবকাঠামোগত নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করবে বলে কম্বোডিয়া আশা করে।

    থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সোমচাই ওয়াংসাওয়াতের সঙ্গে সাক্ষাত্কালে ওয়েন চিয়া পাও বলেন, থাইল্যান্ডের অবকাঠামোগত নির্মানে অংশগ্রহণ এবং দু'দেশের বাণিজ্য বৃদ্ধির জন্য এ শিল্পপ্রতিষ্ঠানগুলোর সক্রিয় ভূমিকা পালনের বিষয়ে চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সহায়তা প্রধান করবে।

    জাপানের প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে সাক্ষাত্কালে ওয়েন চিয়া পাও বলেন, দু'দেশের উচিত নীতিগত বৈঠক ও সমন্বয় জোরদার করে অর্থ বাজারের স্থিতিশীলতা বজায় রাখা। এশিয়ার অর্থ বাজারের স্থিতিশীলতার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ। তিনি জোর দিয়ে বলেন, খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে চীন সরকার জাপানসহ বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।(ওয়াং তান হোং)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China