চীনের প্রেসিডেণ্ট হু চিন থাও ২৪ অক্টোবর পেইচিংয়ে ৭ম এশিয়া ও ইউরোপ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী জার্মানির প্রধানমন্ত্রী এ্যান্জেলা মার্কেল এবং স্লোভানিয়ার প্রেসিডেণ্ট ডানিলো তার্কের সঙ্গে বৈঠক করেছেন।
এ্যান্জেলা মার্কেলের সঙ্গে সাক্ষাত্কালে তিনি বলেন, জার্মানির সঙ্গে চীন উচ্চ কৌশলগত এবং দীর্ঘমেয়াদী দিক থেকে চীন ও জার্মানির সম্পর্কের কথা বিবেচনা করে দু'দেশের মৌলিক স্বার্থের ভিত্তিতে এ সম্পর্ককে সামনে এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক। বর্তমান বিশ্ব অর্থ সংকট মোকাবিলায় চীনের দৃষ্টিভঙ্গী ও ব্যবস্থা নিয়ে এ্যান্জেলা মার্কেলকে হু চিন থাও অবহিত করেছেন। সংশ্লিষ্ট বিষয়ে জার্মানির সঙ্গে মত বিনিময় করতে চীন ইচ্ছুক।
ডানিলো তার্কের সঙ্গে বৈঠকের সময়ে হু চিন থাও বলেন, চীন স্লোভানিয়ার সঙ্গে দু'দেশের সম্পর্ক এক নতুন পর্যায়ে উনীত করতে ইচ্ছুক। ডানিলো তার্ক বলেন, স্লোভানিয়া দু'দেশের আর্থ-বাণিজ্যিক ও পুঁজি বিনিয়োগ সহযোগিতার পদ্ধতি নিয়ে চীনের সঙ্গে আলোচনা করতে ইচ্ছুক। (ওয়াং তান হোং) |