v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখবেঃ হু চিন থাও
2008-10-23 20:30:33

    চীনের প্রেসিডেন্ট হু চিন থাও বলেছেন, চীন দায়িত্বশীল দৃষ্টি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বিশ্ব আর্থিক ও অর্থনৈতিক ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করবে। ২৩ অক্টোবর পেইচিং-এ সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি ছিয়েন লোংয়ের সঙ্গে সাক্ষাত্কালে তিনি এ কথা বলেন।

    হু চিন থাও বলেন, বর্তমান জটিল ও উদ্বেগজনক বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতির সম্মুখীন বিভিন্ন দেশের সরকারের উচিত নীতির সমন্বয় এবং সহযোগিতা জোরদার করা উচিত। তিনি বলেন, চীন প্রচেষ্টা চালিয়ে অর্থনীতির বৃদ্ধির উপায় পরিবর্তন, অর্থনীতির কাঠামো সমন্বয়, কৃষির অবকাঠামোর অবস্থান জোরদার, নিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্য দিয়ে অর্থনীতি ও আর্থ-সামাজিক অবস্থার স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টা অব্যাহত রাখবে।

    চীন-সিঙ্গাপুরের সম্পর্কের ওপর তিনি বলেন, চীন-সিঙ্গাপুর মুক্ত বাণিজ্য চুক্তি দু'দেশের আর্থ-বাণিজ্যিক সম্পর্কের নতুন পর্যায়ে প্রবেশের প্রতীক। চীন পারস্পরিক কল্যাণমূলক সহযোগিতা গভীরতর, নিজেদের সুযোগ সুবিধাকে কাজে লাগানো এবং অভিন্ন উন্নয়ন ত্বরান্বিত করতে ইচ্ছুক।

    লি ছিয়েন লোং বলেন, আন্তর্জাতিক আর্থিক সংকটের সম্মুখীন এশিয়ার দেশগুলোর সহযোগিতা জোরদার করা উচিত। সম্প্রতি স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি দু'দেশের সম্পর্ক ছাড়াও পূর্ব এশীয় আঞ্চলিক সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাবে।

    খোং চিয়া চিয়া

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China