v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
জাপান ও ভারত নিরাপত্তাসহ নানা ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে
2008-10-23 19:10:43
    জাপানের প্রধানমন্ত্রী তারো আসো ২২ অক্টোবর প্রধানমন্ত্রী ভবনে সফররত ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে 'জাপান ও ভারতের বিশ্বব্যাপী কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক ত্বরান্বিত করা সংক্রান্ত যৌথ বিবৃতি' প্রকাশ করেছে। বিবৃতিতে দু'দেশ নিরাপত্তা ও অন্য ক্ষেত্রের সহযোগিতা জোরদার করার সিদ্ধান্তের কথা বলা হয়েছে।

    বিবৃতিতে আরো বলা হয়েছে, জাপান ও ভারতের উচিত এশিয়া ও বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য সহযোগিতা জোরদার করা। দু'দেশ 'জাপান ও ভারতের নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত যুক্ত ঘোষণায়' স্বাক্ষর করেছে এবং এ ঘোষণা অনুযায়ী কার্য বিবরণী প্রণয়ন করবে।

    ঘোষণা অনুযায়ী, জাপান ও ভারত নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা করার সার্বিক কাঠামো তৈরী করবে। দু'দেশের নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা করার প্রধান বিষয়বস্তুর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, পররাষ্ট্রমন্ত্রীদের ও প্রতিরক্ষা মন্ত্রীদের সংলাপসহ বিভিন্ন পর্যায়ের সংলাপ ব্যবস্থা গড়ে তোলা, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিস্থিতি সম্পর্কিত তথ্য বিনিময় ও নীতির সমন্বয় জোরদার করা, পূর্ব এশিয়ার শীর্ষ সম্মেলন এবং আসিয়ান ফোরামসহ এশিয়ার বহুপক্ষীয় কাঠামোর সহযোগিতা জোরদার করা, পরিবহনের নিরাপত্তা, সন্ত্রাস দমন, আন্তঃদেশীয় অপরাধের আঘাত হানা এবং নিরস্ত্রীকরণ ও মহাকাশ উন্নয়নসহ নানা ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা। (ইয়ু কুয়াং ইউয়ে)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China