v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীনের নেতারা পাঁচটি দেশের নেতাদের সঙ্গে সাক্ষাত্ করেছেন(ছবি)
2008-10-23 18:57:16

    চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ও প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ২৩ অক্টোবর বেইজিংয়ে পৃথক পৃথকভাবে এশিয়া ও ইউরোপ সম্মেলনে অংশগ্রহণকারী সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি হসিন লোং, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইউধুয়োনো, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট তারজা হ্যালোনেন, মাল্টার প্রধানমন্ত্রী লরেন্স গোনজি এবং নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী জান পিটার বলকাননেনদার সঙ্গে সাক্ষাত্ করেছেন।

হু চিন থাও ও বলকাননেনদা

    সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি হসিন লোংয়ের সঙ্গে সাক্ষাত্ করার সময় হু চিন থাও বলেন, চীন দায়িত্বশীল তার সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যৌথভাবে বিশ্বের আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করবে। লি হসিন লোং বলেন, আন্তর্জাতিক আর্থিক সংকট মোকাবিলায় এশিয় দেশগুলোর সহযোগিতা জোরদার করে যৌথভাবে আন্তর্জাতিক অর্থের স্থিতিশীলতা রক্ষা করার জন্য অবদান রাখা উচিত।

    ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলোর সঙ্গে সাক্ষাত্ করার সময় হু চিন থাও বলেন, চীন ইন্দোনেশিয়ার সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব দু'দেশের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক সংক্রান্ত পরিকল্পিত কার্যক্রমের মতৈক্যে পৌঁছে তা কার্যকর করতে চায়। সুসিলো বলেন, ইন্দোনেশিয়া আশা করে, জ্বালানি সম্পদ, ইলেকট্রনিক, তথ্য, বুনিয়াদী ব্যবস্থার নির্মাণ এবং অর্থসহ নানা ক্ষেত্রে চীনের সঙ্গে দীর্ঘকালীন কৌশলগত সহযোগিতা জোরদার করবে।

    ফিনল্যান্ডের প্রেসিডেন্ট হ্যালোনেনের সঙ্গে সাক্ষাত্ করার সময় হু চিন থাও বলেন, চীন ফিনল্যান্ডের সঙ্গে সম্পর্কের ওপর গুরুত্ব দেয়। চীন আশা করে, ফিনল্যান্ডের সঙ্গে অর্থনীতির বিশ্বায়নের প্রক্রিয়ায় পারস্পরিক উপকারিতা ও উভয়ের কল্যাণের লক্ষে দু'দেশের জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করবে। হ্যালোনেন বলেন, ফিনল্যান্ড আশা করে, জাতিসংঘের ভূমিকা, আফ্রিকার উন্নয়ন ত্বরান্বিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ নানা ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা আরো জোরদার হবে।

    একই দিন ওয়েন চিয়া পাও নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী বলকাননেনদার সঙ্গে বৈঠক করেছেন। ওয়েন চিয়া পাও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন ও নেদারল্যান্ডের সম্পর্কের অব্যাহত অগ্রগতি অর্জিত হয়েছে। চীনের সঙ্গে সহযোগিতা করার ক্ষেত্রে ইউরোপিয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে নেদারল্যান্ডস্ সামনে এগিয়ে যাচ্ছে। বলকাননেনদা বলেন, নেদারল্যান্ড আশা করে, বাণিজ্য, পুঁজি বিনিয়োগ, কৃষি ও আইনসহ নানা ক্ষেত্রে দু'পক্ষের পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা ভবিষ্যতে আরো জোরদার এবং যৌথ বিকাশ বাস্তবায়িত হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China