সিন হুয়া বার্তা সংস্থার এক খবরে জানা গেছে, ৭ম এশিয়া ও ইউরোপের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য কয়েকটি দেশের রাষ্ট্র প্রধান ও সরকার প্রধান পেইচিংয়ে পৌঁছেছেন।
২৩ অক্টোবর সকালে ফিনল্যান্ডের প্রেসিডেণ্ট তার্জা হ্যালোনেন, মাল্টার প্রধানমন্ত্রী লরেন্স গোণ্জি, অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী আলফ্রেড মুছেনবাওয়ার এবং নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যান পিটার বলকানেন্দা, জার্মানির প্রধানমন্ত্রী এণ্জেনা মার্কেল, ই'ইউ কমিশণের চেয়ারম্যান জোসে ম্যানুয়েল বারোসো এবং এস্তোনিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রুস আনসিপ পেইচিং পৌঁছেছেন। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন এ দিন বিকেলে পেইচিংয়ে পৌঁছেছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত ডেনমার্কের প্রধানমন্ত্রী এ্যান্ডার্স ফস রাসমুসেন, আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী ব্রায়ান কোয়েন, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং, ইন্দোনেশিয়ার প্রেসিডেণ্ট সুসিলো বামবাং, ব্রুনেইর সুলতান হাজী হাসানাল বলকিয়াহ, পোল্যান্ডের প্রধানমন্ত্রী জোনাল্ড টাস্ক এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমেদ বাদাবিসহ অনেক নেতা পেইচিংয়ে পৌঁছেছেন। (ওয়াং তান হোং) |