v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীন সরকার বিশ্বের অর্থনীতির স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য এশিয়া ও ইউরোপের শিল্প ও বাণিজ্য মহলের প্রতি চীন সরকারের আহ্বান
2008-10-22 20:30:20

    চীনের ভাইস-চেয়ারম্যান সি চিন পিং ২২ অক্টোবর পেইচিংয়ে বলেছেন, চীন সরকার এশিয়া ও ইউরোপ সম্মেলনের সহযোগিতার কাঠামোয় এশিয়া ও ইউরোপের শিল্প ও বাণিজ্য ফোরামের ইতিবাচক ভূমিকাকে উচ্চ প্রশংসা করে এবং এশিয়া ও ইউরোপের শিল্প ও বাণিজ্য মহলের কর্মীরা আরও বেশি অবদান রাখবে বলে চীন আশা করে।

    এ দিন ১১তম এশিয়া ও ইউরোপের শিল্প ও বাণিজ্য ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বর্তমান আর্থিক সংকটের প্রেক্ষাপটে এবারের ফোরাম শুরু হয়। চীন সরকার এর ওপর গুরুত্বারোপ করে থাকে এবং আর্থিক বাজারের স্থিতিশীলতার জন্য সংশ্লিষ্ট দেশগুলোর ধারাবাহিক ব্যবস্থার উচ্চ প্রশংসা করে। তিনি বলেন, "আন্তর্জাতিক অর্থ সংকট মোকাবিলার জন্য বিভিন্ন দেশের যৌথ প্রচেষ্টার খুবই প্রয়োজন। বিশেষ করে অর্থ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে হবে। বিভিন্ন দেশের সরকারের উচিত আর্থিক বৈঠক ও সমন্বয় জোরদার করে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা সংস্কার এবং আর্থিক সংকট রোধ করার দক্ষতা বাড়ানোর পাশাপাশি উন্নয়নের পথ ও পদ্ধতির সম্প্রসারণ এবং অভিজ্ঞতা উন্নয়ন এবং ব্যাপক উন্নয়নমূখী দেশগুলোকে প্রযুক্তিগত সাহায্য দেয়া। তাছাড়া আন্তর্জাতিক আর্থিক নিরাপত্তা রক্ষার জন্য আর্থিক আগাম সতর্কতা ব্যবস্থা স্থাপন করা, আর্থিক ক্ষেত্রে বাস্তব সহযোগিতা জোরদার করা উচিত।

    এশিয়া ও ইউরোপের শিল্প ও বাণিজ্য মহলের প্রতিনিধি ও সরকারী কর্মকর্তাসহ প্রায় ৬০০জন এবারের ফোরামে অংশগ্রহণ করেছেন। (ওয়াং তান হোং)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China