v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
পাকিস্তান ও ভারত কাশ্মীর অঞ্চলে বাণিজ্যিক পথ খুলেছে
2008-10-21 19:30:01
    পাকিস্তান ও ভারত ২১ অক্টোবর দু'পক্ষের বিবাদমান কাশ্মীর অঞ্চলে বাণিজ্যিক পথ উন্মুক্ত করেছে। ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান বিচ্ছিন্ন হওয়ার পর দু'দেশ এই প্রথম কাশ্মীরে বাণিজ্যিক পথ খুলেছে। এটা হচ্ছে ভারত ও পাকিস্তানের পারস্পরিক আস্থা স্থাপন এবং দু'পক্ষের সাম্প্রতিক উত্তেজনাময় সম্পর্ক প্রশমনের জন্য নেয়া আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

    এ দিন সকালে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর অঞ্চলের গভর্ণর এন ভোহরা রাজধানী শ্রীনগরের একটি বিনিময় কেন্দ্রে সীমান্ত বাণিজ্য পুনরায় শুরু করার অনুষ্ঠান পরিচালনা করেছেন। এরপর ফল ও সবজিসহ মালবাহী গাড়ীবহর বিনিময় কেন্দ্র থেকে রওনা হয়ে পাকিস্তান নিয়ন্ত্রীত কাশ্মীরের রাজধানী মুজাফারাবাদে পৌঁছায়। পাকিস্তান নিয়ন্ত্রীত কাশ্মীর থেকে আসা মালবাহী গাড়ীবহরেরও এ দিন শ্রীনগরে পৌঁছানোর কথা।

    পাকিস্তান ও ভারতের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, দু'পক্ষ এ দিন প্রথমে শ্রীনগর থেকে মুজাফারাবাদগামী বাণিজ্যিক পথ খুলেছে। এ মাসের শেষ দিকে পুনচ থেকে রাওয়ালাকোট গামী বাণিজ্যিক পথও খোলা হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China