v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীন বিভিন্ন পক্ষের সঙ্গে ছ'পক্ষীয় বৈঠকের নেতাদের সম্মেলনের আয়োজন বিষয়ক সমস্যা নিয়ে যোগাযোগ করছে
2008-10-16 19:23:53
    চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ১৬ অক্টোবর পেইচিংয়ে বলেন, চীন কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠকের নতুন দফা দলনেতাদের সম্মেলনের আয়োজন সংক্রান্ত সমস্যা নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় সাধন করে যাচ্ছে।

    নিয়মিত এক সংবাদ সম্মেলনে সংবাদদাতাদের সংশ্লিষ্ট প্রশ্নের উত্তরে ছিন কাং এ কথা বলেন। তিনি বলেন, বিভিন্ন পক্ষের উপযুক্ত ও সুবিধাজনক সময়ে যত তাড়াতাড়ি সম্ভব ছ'পক্ষীয় বৈঠকের দলনেতাদের সম্মেলন আয়োজন করতে বিভিন্ন পক্ষের মতৈক্য হয়েছে।

    সম্প্রতি উত্তর কোরিয়ার তথ্য মাধ্যম উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার সম্পর্ক নিয়ে কিছু মন্তব্য করেছে। এ প্রসঙ্গে ছিন কাং বলেন, চীন বরাবরই কোরীয় উপদ্বীপের স্থিতিশীল শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা সুরক্ষার চেষ্টা চালিয়ে আসছে। তিনি আশা করেন, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া সংলাপের মাধ্যমে সমঝোতা এবং সহযোগিতা বাস্তবায়ন করবে এবং সম্পর্কের উন্নয়ন করবে। তা কোরীয় উপদ্বীপের অস্ত্রমুক্তকরণের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুকূল হবে। তিনি জোর দিয়ে বলেন, বর্তমানে ছ'পক্ষীয় বৈঠকে ধারাবাহিক লক্ষ্যণীয় অগ্রগতি অর্জিত হয়েছে এবং যা খুব সহজসাধ্য নয়। ছ'পক্ষীয় বৈঠকের আরো উন্নয়নের সুযোগ-সুবিধা রয়েছে। তাই চীন আশা করে, বিভিন্ন পক্ষ প্রতিশ্রুতি অনুযায়ী সম্মিলিতভাবে ছ'পক্ষীয় বৈঠকের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে। (লিলি)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China