v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
বিশ্বের অন্যতম পর্দা প্রস্তুতকারী শিল্পপতি ছেং ফেং ইউয়ান
2008-10-16 19:45:06
    "আমার বাবা মা তাইওয়ানের মধ্য অঞ্চলের কৃষক। তাঁরা লেখাপড়া করেন নি। তাইওয়ানের মধ্য অঞ্চলের গ্রামে আমরা বসবাস করতাম। গ্রামীণ জীবন অনেক কষ্টকর ছিল বলে আমরা ভাগ্য পরিবর্তনের সুযোগ খুঁজতে শহরে চলে আসি"।

    এ কথাগুলো এত ক্ষণ যিনি বলেছেন, তিনি হচ্ছেন বিশ্বের অন্যতম পর্দা প্রস্তুতকারী শিল্পপতি তাইওয়ানের ছেং ফেং ইউয়ান। তিনি কী ভাবে বিশ্বে এত খ্যাতি অর্জন করেছেন?

    তাইওয়ানের ইয়ুন লিন জেলায় এক কৃষক পরিবারে ছেং ফেং ইউয়ান জন্মগ্রহণ করেন। গত শতাব্দির ৭০ দশকে তিনি তাইওয়ানের বৃহত্তম শহর তাইপেইতে লেখাপড়া করতে আসেন। লেখাপড়া শেষে তিনি তাইপেই-তে থেকে যান। ইলেক্ট্রনিক ও রেকর্ড ক্ষেত্রে প্রস্তুতকারী শিল্পে তিনি প্রথম চাকরি পান। এ সুযোগে তিনি প্রথমেই কাপড়ের পর্দা শিল্পে নিজেকে সংযুক্ত করেন। সে সময়ের কথা মনে করে তিনি বলেন, "সে সময় যুক্তরাষ্ট্রের একটি বড় ইলেক্ট্রনিক কোম্পানীর শিল্পপতি আমার সাহায্য চাইলেন। তাঁর প্রতিবেশী যুক্তরাষ্ট্রে পর্দা নিয়ে ব্যবসা করেন। তাঁরা তাইওয়ান থেকে পর্দা কিনতে চান। তাইওয়ানের ব্যবসায়িক পরিস্থিতি সম্পর্কে ধারণা না থাকায় তাঁরা আমার সাহায্য চেয়েছিলেন।

    এর মাধ্যমেই ছেং ফেং ইউয়ান পর্দা শিল্পের ব্যবসার সুযোগ পেয়ে যান। এরপর তিনি পর্দা রপ্তানি শুরু করে দেন। ১৯৮২ সালে তাইওয়ানের মধ্য অঞ্চলে লু কাং উপজেলায় তিনি তার নিজের কোম্পানি গড়ে তোলেন।

    চীনের মূলভূভাগের আত্মীয়স্বজনকে দেখার জন্য তাইওয়ানের উন্মুক্ত নীতি প্রণয়ন করার পরের বছর অথবা ১৯৮৮ সালে তাইওয়ানের কয়েকজনকে সঙ্গে নিয়ে তিনি মুলভূভাগে চলে আসেন। তিনি বলেন, "চীনের সংস্কার ও উন্মুক্ত নীতি প্রণয়নের পর পুঁজি সংগ্রহের জন্য চীন সরকার অনেক ভালো সুযোগ প্রদান করেছেন। চীনের মূলভূভাগে এবং তাইওয়ানে একই ভাষা ব্যবহার করা হয়।

    এক বছরের পর্যবেক্ষণের পর আমরা কুয়াং চৌ শহরের এক কোম্পানির সঙ্গে যৌথভাবে পুঁজি বিনিয়োগ করার সিন্ধান্ত নেই। লিয়ান হুয়া পর্বতে আমরা প্রথম কারখানা গড়ে তুলি। ১৯৮৯ সালে প্রথম কারখানা গড়ে তোলার পর পরই তারা আরও দু'টি কারখানা গড়ে তোলেন। এর পর থেকে ছেং ফেং ইউয়ানের কোম্পানির দ্রুত উন্নয়নের শুরু। তার সাফল্যের ব্যাপারে তিনি বলেন, "প্রথমতঃ মূলভূভাগে বৈদেশিক পুঁজি আকর্ষণের জন্য ভালো সুযোগ ও দক্ষ মানব শক্তি প্রদান করেছে। এতে অনেক তাইওয়ানের ব্যবসায়ীরা মূলভূভাগে পুঁজি বিনিয়োগ করতে আগ্রহী হয়েছেন। দ্বিতীয়তঃ সে সময় আন্তর্জাতিক অর্থনীতির পরিস্থিতিও অনুকূলে ছিল।

    পরিবারের সদস্যদের সঙ্গে আলাদা জায়গায় থাকলেও তিনি তার কোম্পানির সহকর্মীদের কষ্টকর অনুভূতিকে বুঝতে পারেন। চিয়া ফেং কোম্পানিতে দশ বছর ধরে কার্যরত লি জি মিং বলেন, "ভালো কাজ করলে বেশ সুযোগ পাওয়া যায়। শুরুতে আমি একজন ভান্ডার রক্ষক ছিলাম। আমার কাজে ছেং ফেং ইউয়ান খুব সন্তুষ্ট বলে আমাকে প্রমোশন দিয়েছেন। বর্তমানে আমার স্ত্রী ও সন্তানও এখানে এসেছেন।

    শুধু লি জি মিং নয়, কোম্পানির প্রতি আরও অনেকের গভীর অনুভূতি আছে। এর কারণ হচ্ছে ছেং ফেং ইউয়ান তার সহকর্মীদেরকে প্রায়ই সমাবেদনা ও আন্তরিকতা প্রদর্শন করে থাকেন।

    বর্তমানে ছেং ফেং ইউয়ান প্রতিষ্ঠিত কুয়াং চৌ চিয়া ফেং সাজানো দ্রব্য প্রস্তুতকারী কোম্পানিটিতে কর্মীদের সংখ্যা প্রথম দিকের ২০০জন থেকে এখন ১০০০জনে দাঁড়িয়েছে এবং প্রথম দিকে শুধু বৈদেশিক বাণিজ্য থেকে এখন দেশ ও বিদেশে ব্যবসাকারী শিল্পপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

    কিন্তু নতুন পরিস্থিতিতে এ শিল্পপ্রতিষ্ঠান নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিশ্বের তেল ও সমগ্রীর মূল্য এবং চীনা মুদ্রার মূল্যের অব্যাহত বৃদ্ধির ফলে ছেং ফেং ইউয়ান যদি চীনের মূলভূভাগে থেকে যান, তাহলে জনশক্তির মূল্য এবং চীনা মুদ্রার মূল্য বৃদ্ধির চ্যালেঞ্জের সম্মুখীন হবে। যদি কোম্পানি বন্ধ করে দেন তাহলে ১৩০ কোটি জনসংখ্যার এ বড় মার্কেট হারিয়ে ফেলবেন। ভবিষ্যত কী হবে। ছেং ফেং ইয়ুন কি সিদ্ধান্ত নেবেন? এ সম্পর্কে তিনি বলেন, "বিদেশে রপ্তানিকৃত পণ্য যদি দেশে উত্পাদিত করা কঠিন হয় তাহলে আমরা অবশ্যই সেটা বিদেশে উত্পাদন করবো। আমি কিছু পণ্য বিদেশের বাজারে বিক্রি করবো। কিন্তু দেশের বাজারে যেটা বিক্রি হয় এবং বাজার খুব গুরুত্বপূর্ণ। আমরা বন্ধ করবো না।

    ছেং ফেং ইয়ুনের উত্তর থেকে এটা পরিস্কার যে, তিনি অনেক বুদ্ধিমান। এর কারণে তিনি সফল হয়েছেন।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China