ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশকে বিভিন্ন প্রকল্পে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই ১০০ কোটি মার্কিন ডলার অর্থ সহায়তা দেবে বিশ্বব্যাংক। রোববার যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ দূতাবাসের পাঠানো এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশের জন্য এটি 'রেকর্ড পরিমাণ আর্থিক সহায়তা'।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বার্ষিক ব্যাংক-তহবিল বৈঠকে অংশগ্রহণ করতে ওয়াশিংটনে অবস্থানরত অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলামের সঙ্গে বিশ্বব্যাংকে বাংলাদেশ কান্ট্রি টিমের সঙ্গে এক পর্যলোচনা বৈঠকে এ কথা জানানো হয়।
বাংলাদেশ কান্ট্রি টিমের নেতৃত্ব দেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ইসাবেল গেরেরো।
বৈঠকে বাংলাদেশের জন্য চলতি অর্থবছরের সহায়তার বিষয়টি পর্যালোচনা করা হয়। এতে জানানো হয়, ১০০ কোটি মার্কিন ডলার সহায়তার অধীনে চারটি প্রকল্প বাস্তবায়নের জন্য অনুমোদন করবে বিশ্বব্যাংক। এই চারটি প্রকল্প হলো- বৈশ্বিক খাদ্য সঙ্কট মোকাবেলায় বাজেট সহায়তা প্রকল্প, সিদ্ধিরগঞ্জ পিকিং পাওয়ার প্রকল্প, ঢাকার পানি সরবরাহ এবং পয়ঃ নিষ্কাশন প্রকল্প এবং জরুরি ২০০৭ সাইক্লোন পুনর্বাসন প্রকল্প।
এই প্রকল্পগুলোসহ আরো সাতটি প্রকল্পের জন্য এই বছরের শেষে এই রেকর্ড পরিমাণ আর্থিক সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। সব মিলিয়ে এ বছর বিশ্বব্যাংক থেকে বাংলাদেশ প্রায় ১৩০ কোটি মার্কিন ডলার সহায়তা পাচ্ছে।
বৈঠকে আগামী অর্থ বছরে এই সহায়তার অর্থ কোন কোন প্রকল্পে ব্যয় করা যেতে পারে তা নিয়েও আলোচনা করা হয়। প্রকল্প প্রস্তাব তৈরির জন্য আগামী মাসে বিশ্বব্যাংক একটি মিশন পাঠাবে বলে স্থির হয়। পদ্মা সেতুর জন্য বিশ্বব্যাংকের সহায়তার পরিমাণ বাড়ানোর সম্ভাবনাও আলোচিত হয় বৈঠকে।
এর আগে অর্থ উপদেষ্টা বাংলাদেশে র্অর্থনৈতিক নীতিমালার সংস্কার বিষয়ক একটি মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
|