v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
অর্থনৈতিক সুনামি আঘাত হানতে পারে বাংলাদেশে
2008-10-14 11:01:06
    বিশ্বব্যাপী যে অর্থনৈতিক সংকট চলছে তা থেকে নিজেদের নিরাপদে রাখতে পারবে না দরিদ্র দেশগুলো৷ অর্থনীতিবিদরা মনে করছেন বাংলাদেশের মত রফতানিমুখী দেশগুলো নতুন করে সংকটের মুখে পড়বে৷

    গত মাসে যুক্তরাষ্ট্রের গৃহঋণ ব্যবসা থেকে যে অর্থনৈতিক বিপর্যয়ের শুরু হয়েছে তার ঢেউ এখন ছড়িয়ে পড়েছে দেশে দেশে৷ ক্রমেই তা এগিয়ে আসছে দরিদ্র দেশগুলোর দিকেও৷

    সম্প্রতি বাংলাদেশের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন চলমান সংকটের মধ্য দিয়ে আন্তর্জাতিক অর্থনৈতিক কাঠামো ভেঙ্গে পড়েছে৷ সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ কথা বলেছেন৷ ড. ইউনূস বলেন, অচিরেই অর্থনৈতিক এ বিপর্যয়ের ঢেউ বাংলাদেশে এসে আছড়ে পড়বে এবং এর ফলে দরিদ্র মানুষদের অবস্থা হবে সবচে শোচণীয়৷

    ড. ইউনূস আশংকা করছেন পোশাকশিল্পের ওপর নির্ভরশীল বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে এবং অনেক শ্রমিক চাকরি হারাতে পারে৷ একই মত দিয়েছেন বাংলাদেশের আরেক অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন মাহমুদও৷ তবে তিনি মনে করছেন যে বিশ্ব অর্থনীতির সঙ্গে উন্নয়নশীল দেশগুলো কতটুকু সম্পৃক্ত তার ওপর এসব দেশের ক্ষতির কমবেশী নির্ভর করছে৷

    বিশ্ব অর্থনীতির এ মন্দাভাব থেকে রক্ষা পেতে ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাণিজ্য বৃদ্ধির পরামর্শ দিয়েছেন৷ এক্ষেত্রে তিনি আসিয়ানভুক্ত দেশগুলোর উদাহরণ টেনেছেন৷ একইসঙ্গে দরিদ্র দেশগুলোর সরকারগুলোকে এখন কড়া নজরদারীর ভূমিকা রাখতে হবে বলেও মনে করেন তিনি৷

    অর্থনীতিবিদরা মনে করছেন পশ্চিমা বিশ্বের অর্থনৈতিক কাঠামোতে প্রয়োজনীয় নজরদারীর অভাবেই বর্তমান বিশ্ব অর্থনীতিতে একটি আস্থার সংকট তৈরী হয়েছে৷

---রিয়াজুল ইসলাম , ডয়চে ভেলে

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China