 এখন আপনারা চীনের রক গায়ক ওয়াং ফাং এর গাওয়া 'স্বপ্নের আলো' শুনছেন। গানের কথা লিখেছেন হান পাও, সুর দিয়েছেন ওয়াং সিয়াও ফাং। এ গানে অলিম্পিক মশাল মানবজাতিকে যে মানসিক শক্তি আর আবেগ এনে দিয়েছে তার কথা ফুটে উঠেছে। গানটি ২০০৮ অলিম্পিক গেমসের মশাল শোভাযাত্রার গান হিসেবে জনপ্রিয়তা পেয়েছে । গানের সুরকার ওয়াং সিয়াও ফাং বলেন, 'আমি মনে করি, অলিম্পিকের অন্যতম গুরুত্বপূর্ণ চেতনা হচ্ছে অংশগ্রহণ। সবার ক্রীড়ায় অংশ গ্রহণ হোক কিংবা সুরকার হিসেবে আমার অলিম্পিক গানে তৈরির অংশ গ্রহণ হোক, মূল অর্থ একটাই আর সেটি হচ্ছে অংশগ্রহণ। আমি মনে করি, ফলাফল নয়, অংশগ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ ।' (ইয়ু কুয়াং ইউয়ে) |
|
|
|
|
অন-লাইন জরীপ |
|
 |
|