v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
জারদারী আগামীকাল চীন সফরে আসবেন
2008-10-13 22:28:06

  আসিফ আলী জারদারী  

    পাকিস্তানের নব নির্বাচিত প্রেসিডেন্ট আসিফ আলী জারদারী ১৪ অক্টোবর চীনে চার দিনের এক রাষ্ট্রীয় সফরে বেইজিং এসে পৌঁছবেন। গত মাসে পাকিস্তানের প্রেসিডেন্ট হওয়ার পর জারদারী এই প্রথম আনুষ্ঠানিকভাবে বিদেশ সফর করবেন। চীন এর ওপর অত্যন্ত গুরুত্ব দেয়। এর মাধ্যমে চীন ও পাকিস্তানের 'ভালো প্রতিবেশী, ভালো বন্ধু, ভালো ভাই ও ভালো অংশীদার' এর অভিন্ন আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে।

    ৫৩ বছর বয়সী জারদারী হচ্ছেন পাকিস্তানের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভূট্টোর স্বামী। তিনি পাকিস্তানের পালার্মেন্টের সদস্য, বিনিয়োগ মন্ত্রী, পরিবেশ মন্ত্রী ও সিনেটর ছিলেন। গত বছরের শেষ দিকে বেনজির ভূট্টো আততায়ীর গুলিতে নিহত হওয়ার পর জারদারী পিপলস পার্টির যুগ্ম চেয়ারম্যান হন। এ বছরের সেপ্টেম্বরে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করে মুশাররফের স্থলাভিষিক্ত হয়ে পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট হন।

    জানা গেছে, বেইজিং সফরকালে জারদারী চীনের প্রেসিডেন্ট হু চিন থাওয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন এবং উ পাং কুও, ওয়েন চিয়া পাও ও চিয়া ছিং লিনসহ চীনের নেতাদের সঙ্গে সাক্ষাত্ করবেন। তা ছাড়া জারদারী চীনের বেশ কিছু বড় বড় শিল্প প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাত্ করবেন। এ সময় দু'দেশের সংশ্লিষ্ট বিভাগ সহযোগিতামূলক কয়েকটি চুক্তি স্বাক্ষর করবে।

মাসুদ খান

    চীনে পাকিস্তানের নতুন রাষ্ট্রদূত মাসুদ খান বলেন, পাকিস্তানের ইস্পাত ও সিমেন্ট প্রকল্পে চীনের পুঁজি বিনিয়োগের ওপর পাকিস্তানের আগ্রহ রয়েছে। পাকিস্তান আশা করে, চীনের সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান পাকিস্তানে তাদের ব্যবসা সম্প্রসারণ করবে এবং দু'দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যিক মূল্য বর্তমান ৭০০ কোটি মার্কিন ডলার থেকে ধাপে ধাপে ১৫ বিলিয়ন মার্কিন ডলারে নিয়ে যাবে।

    চীনের সমাজ বিজ্ঞান একাডেমির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গবেষণাগারের উপ-পরিচালক সুন শি হাই দীর্ঘকাল ধরে চীন ও দক্ষিণ এশিয় দেশগুলোর সম্পর্ক নিয়ে গবেষণা করেছেন। তিনি আমাদের সংবাদদাতার নেয়া এক সাক্ষাত্কারে বলেছেন, জারদারী প্রেসিডেন্ট হওয়ার পর চীনকে তাঁর প্রথম সফরকারী দেশ হিসেবে বেছে নেয়ার কারণ কেবল পাকিস্তানের রাজনৈতিক জগতের একটি ঐতিহ্য তা নয়, বরং চীন ও পাকিস্তানের মৈত্রী পাকিস্তানী জনগণের মনে প্রাণে ঢুকে গেছে। চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের অগ্রাধিকার দেয়া হচ্ছে পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক দলের অভিন্ন উপলব্ধি এবং ব্যাপক পাকিস্তানী জনসাধারণের আশা-আকাঙ্ক্ষা।

    সুন শি হাই বলেন, চীন ও পাকিস্তানের বর্তমান কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক হচ্ছে এক ধরনের সার্বিক ক্ষেত্রের সহযোগিতার সম্পর্ক। এতে রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও আন্তর্জাতিক বিষয়সহ নানা ক্ষেত্র অন্তর্ভুক্ত হয়েছে। সুন শি হাই মনে করেন, এখন চীন ও ভারতের সম্পর্কও ইতিবাচক দিকে বিকশিত হচ্ছে। ফলে চীন ও পাকিস্তানের সম্পর্কোন্নয়নকে সহজ করে ভারতের প্রতিবাদের কথা চিন্তা করা ঠিক নয়।

    সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিত দ্রুত বদলে যাচ্ছে। সুন শি হাই মনে করেন, জারদারির চীন সফর থেকে প্রমাণিত হয়েছে যে, পাকিস্তানের নতুন সরকার আগের মতো ভবিষ্যতেও চীনের সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্ব দেবে। (ইয়ু কুয়াং ইউয়ে)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China