v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
সংস্কার ও উন্মুক্তকরণের উদ্যোগ থাকা উচিতঃ পিপলস ডেইলি
2008-10-13 21:50:33

    চীনের কমিউনিস্ট পার্টির ১৭তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন শেষে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির মুখপত্র 'পিপলস ডেইলি' ১৩ অক্টোবর এক সম্পাদকীয় প্রবন্ধ প্রকাশ করেছে। সম্পাদকীয়তে উল্লেখ করা হয়েছে যে, সংস্কার ও উন্মুক্তকরণের উদ্যোগ জোরদার করে নতুন আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করা উচিত।

    ১২ অক্টোবর সমাপ্ত চীনের কমিউনিস্ট পার্টির ১৭তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনে 'গ্রামীণ সংস্কার ও উন্নয়ন ত্বরান্বিত সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত' পর্যালোচনার পর গৃহীত হয়েছে। সম্পাদকীয়তে আরো উল্লেখ করা হয়েছে, ৩০ বছর আগে, চীনের কমিউনিস্ট পার্টি প্রথমে গ্রামে সংস্কার কাজ শুরু করে, এতে গ্রামাঞ্চলের বিরাট পরিবর্তন ঘটেছে। বর্তমানে চীন ঐতিহ্যিক কৃষির সংস্কার দ্রুততর এবং চীনের বৈশিষ্ট্যপূর্ণ আধুনিকায়ণের সন্ধিক্ষণে প্রবেশ করেছে। নিবন্ধে বিশ্লেষণপূর্বক মন্তব্য করা হয়েছে যে, কৃষির বিকাশকে জোরদার করতে হবে। জাতীয় খাদ্যশস্যের নিরাপত্তা ও প্রধান প্রধান কৃষিজাত দ্রব্যের কার্যকর সরবরাহ সুনিশ্চিত করতে হবে। কৃষিজাত পণ্যের উত্পাদনের পরিমাণ এবং কৃষকদের আয় বাড়াতে হবে। গ্রামকে সমৃদ্ধ করতে হবে এবং সার্বিকভাবে আর্থ-সামাজিক টেকসই উন্নয়নের জন্য বলিষ্ঠ সহায়তা প্রদান করতে হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China