v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
পার্টি বহির্ভূত লোকজন ও সক্রিয়ভাবে গ্রাম সংস্কার ও উন্নয়নের জন্য মতামত দেবেন বলে হু চিন থাও আশা প্রকাশ করেছেন
2008-10-13 21:17:03
    চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হু চিন থাও সম্প্রতি আশা প্রকাশ করেন, পার্টি বহির্ভুত ব্যক্তিরা গ্রামীণ কাজকর্ম জোরদার ও উন্নত করার জন্য সক্রিয়ভাবে তাদের মতামত ও প্রস্তাব উত্থাপন করবেন এবং গ্রাম সংস্কার উন্নয়নের নতুন চিন্তাধারা ও নতুন পদ্ধতি খুঁজে বের করবেন।

    সম্প্রতি চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি বেইজিংয়ে পার্টি বহির্ভূত ব্যক্তিদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করে। হু চিন থাও গ্রামীণ কাজকর্ম জোরদার করা সম্পর্কে তাদের কথা শুনেছেন। হু চিন থাও বলেন, কৃষি, গ্রাম ও কৃষক সমস্যার ভালোভাবে সমাধান করা হচ্ছে চীনের কমিউনিস্ট পার্টির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এবং ঐক্য ফ্রন্টের ব্যাপক সদস্যদের রাজনীতিতে অংশ নেয়ার গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তিনি আশা করেন, পার্টির বহির্ভূত লোকজন গ্রামের কাঠামোর উদ্ভাবন ত্বরান্বিত করা, আধুনিক কৃষি উন্নয়ন এবং গ্রামের সার্বিক অগ্রগতি ত্বরান্বিত করাসহ নানা বিষয় নিয়ে গভীরভাবে গবেষণা ও জরীপ চালাবেন, সময় মতো গ্রামের সংস্কার ও উন্নয়নের প্রক্রিয়ায় লক্ষণীয় সমস্যাগুলো খুঁজে বের করবেন এবং গ্রামের কাজ জোরদার ও উন্নত করার জন্য মতামত ও প্রস্তাব উত্থাপন করবেন। হু চিন থাও বলেন, মূল্যবান ও দূরদর্শী মতামত ও প্রস্তাবগুলো গ্রহণ করে চীনের কমিউনিস্ট পার্টি সক্রিয় বিবেচনার মাধ্যমে তা বাস্তবায়ন করবেন। (ইয়ু কুয়াং ইউয়ে)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China