নেপালে নতুন ব্যবস্থায় প্রথম কুমারী দেবী হলেন শ্রেয়া(ছবি) |
ওয়েবসাইট, নেপালের মাওবাদী সরকার ৬ বছর বয়সী একটি মেয়ে শিশুকে 'জীবিত দেবী'র আসনে অধিষ্ঠিত করেছে । রাজধানী কাঠমান্ডুর কাছে একটি শহরে এই 'দেবী'কে অধিষ্ঠিত করা হয়েছে। বহু বছরের পুরানো এই ঐতিহ্যবাহী পুজার সাথে নেপালের রাজতন্ত্রের ওতপ্রোত ভাবে সর্ম্পক ছিলো । নেপালের রাজার প্রধান পুরোহিত এর আগে কাঠমান্ডু উপত্যকার কয়েকটি শহরে 'কুমারী' দেবী অধিষ্ঠিত করতেন। রাজতন্ত্র উচ্ছেদের সাথে সাথে রাজার প্রধান পুরোহিতের পদটিও বিলুপ্ত হয়েছে এবং নেপালের সাংস্কৃতিক তৎপরতা তদারকির কাজে নিয়োজিত ট্রাস্ট করপোরেশন এবার প্রধান পুরোহিতের দায়িত্ব পালন করেছে। ট্রাস্ট করপোরেশন শ্রেয়া বাজিরাচিয়াকে নেপালের মন্দির নগরী হিসেবে খ্যাত ভক্তপুরের নতুন 'কুমারী দেবী' হিসেবে অধিষ্ঠিত করেছে বলে এই দফতরের পদস্থ কর্মকর্তা দীপক বাহাদুর জানিয়েছেন । তিনি বলেন, সরকার তাদেরকে 'কুমারী' অধিষ্ঠিত করার ক্ষমতা দিয়েছেন এবং তারা এই প্রথমবারের মতো 'কুমারী'কে অধিষ্ঠিত করেছেন । নেপালে এপ্রিল মাসে সাধারণ নির্বাচনে নেপালের মাওবাদীরা সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হওয়ার পর গত মে মাসে ২৩৯ বছরের পুরানো রাজতন্ত্রের অবসান ঘটানো হয়। মাওবাদীদের নেতৃত্বে নেপালের নতুন সরকার গঠিত হয়েছে। গতকাল বৌদ্ধ ভিক্ষুদের মন্ত্র পাঠের মধ্য দিয়ে শ্রেয়াকে গতকাল দেবী হিসেবে অধিষ্ঠিত করা হয়। শ্রেয়া কৈশোরে পা না দেয়া পর্যন্ত বৌদ্ধ এবং হিন্দু ভক্তরা তার আরাধনা করবেন বলে তার দেখা শোনার দায়িত্বে নিয়োজিত নুচে রত্ন শাকিয়া জানিয়েছেন। তিনি আরো বলেছেন, শ্রেয়া দেখতে খুবই সুন্দর। শ্রেয়া তার পূর্বসূরী বিতর্কিত সজনী শাকিয়ার স্থলাভিষিক্ত হয়েছেন। নয় বছর ধরে কুমারী দেবীর দায়িত্ব পালন করে এ বছরের গোড়ার দিকে তিনি অবসর গ্রহণ করেন। কুমারীতন্ত্র নিয়ে বৃটিশ একটি কোম্পানীর চলচ্চিত্র নির্মাণের ব্যাপারে তিনি ২০০৭ সালে যুক্তরাষ্ট্র সফর করেছিলেন এবং এই সফরের দ্বারা তিনি আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতিমান হয়ে উঠেছিলেন। অনেকেই সজনীর এই সফরের সমালোচনা করে বলেছিলেন যে এটা তার ঐহিত্যবাহী দায়িত্বের মধ্যে পড়ে না। পরে সজনী তার পরিবারের অনুরোধে কুমারী দেবীর দায়িত্ব থেকে সরে দাড়ান। কুমারীতন্ত্র অনুযায়ী ধর্মীয় আচারের মাধ্যমে বৌদ্ধ নিওয়ার পরিবারের যে সব মেয়েকে নির্বাচন করা হবে তারা 'জীবিত দেবী'তে পরিণত হবেন । নেপালে কুমারী পূজার এই ব্যাপারটি পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় বিষয়ে পরিণত হয়েছে । |
|
|
|
|
অন-লাইন জরীপ |
|
|
|