v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
পেইচিং অলিম্পিক গেমসের সুযোগকে কাজে লাগিয়ে হাইয়ার কোম্পানির আন্তর্জাতিকায়ন হয়েছে
2008-10-09 18:57:50

    হাইয়ার কোম্পানির ঘরে ব্যবহার্য বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরীর চীনের বৃহত্তম কোম্পানি। কোম্পানিটি পূর্ব চীনের সাগর ঘেষা ছিং তাও শহরে অবস্থিত। এ কোম্পানি বিশ্বের চতুর্থ বৃহত্তম নিত্তদিনকার প্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্রপাতি উত্পাদনকারী এবং চীনের বৃহত্তম ব্র্যান্ডের অন্যতম। ২০০৭ সালে হাইয়ার কোম্পানির বিক্রির পরিমাণ ১৬.২ বিলিয়ন মার্কিন ডলার।

     ২০০৫ সালের আগস্ট মাসে হাইয়ার কোম্পানি পেইচিং অলিম্পিক সাংগঠনিক কমিটির সঙ্গে সম্পর্কিত এক চুক্তিতে অলিম্পিক গেমসের ইতিহাসের প্রথম প্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্রপাতির সরবরাহকারী হয়েছে। হাইয়ার কোম্পানির কর্মকর্তারা পেইচিং অলিম্পিক গেমসকে একটি বড় সুযোগ হিসেবে দেখেন। জানা গেছে, হাইয়ার কোম্পানি পেইচিং অলিম্পিক গেমসের জন্য ফ্রিজ, এয়ার-কন্ডিশনার এবং ওয়াশিং ম্যাশিনসহ ৩১ ধরণের ৬০ হাজার ইলেক্ট্রনিক পণ্য সরবরাহ করেছে। হাইয়ার কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা চাং রুই মিন বলেন, "আমাদের লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিকায়ন। এবারের অলিম্পিক গেমস আমাদের সঠিক একটি সুযোগ প্রদান করেছে। হাইয়ার কোম্পানির আন্তর্জাতিকায়নে পেইচিং অলিম্পিক গেমস বড় ভুমিকা পালন করেছে।

    ১৯৮৪ সালে হাইয়ার কোম্পানি প্রতিষ্ঠার পর থেকেই এ কোম্পানি বিশ্বে খ্যাতি অর্জনের সিদ্ধান্ত নেয়। হাইয়ার কোম্পানির চেষ্টা বরাবরই সফল হয়েছে। যুক্তরাষ্ট্রে হাইয়ার কোম্পানি নিজের শিল্প বাগান প্রতিষ্ঠা করেছে। ইউরোপে ইতালি, নেদারল্যান্ড, জার্মানি এবং ডেনমার্ককে কেন্দ্র করে হাইয়ার কোম্পানি ডিজাইন ও গবেষণা কেন্দ্র গড়ে তুলেছে।

     বর্তমানে সারা বিশ্বে হাইয়ারের ৮টি ডিজাইন ও গবেষণা কেন্দ্র রয়েছে। হাইয়ার কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা চাং রুই মিন বলেন,"উদ্ভাবনের মাধ্যমে ব্র্যান্ড তৈরি করা হাইয়ার কোম্পানির মর্ম। রপ্তানির মাধ্যমে আয় করা তা নয়, ব্র্যান্ডের খ্যাতি অর্জন করা। চীনের তৈরী করা তা নয়, চীনের উদ্ভাবন করা।

    পেইচিং অলিম্পিক গেমসে হাইয়ার কোম্পানির পণ্যের দু'টি বৈচিত্র্য রয়েছে। একটি হচ্ছে অলিম্পিক গেমসের জন্য উদ্ভাবিত নতুন ফ্রিজ। পেইচিং অলিম্পিক গেমসের বিভিন্ন স্টেডিয়ামের জন্য হাইয়ার কোম্পানি ৬ হাজার কার্বন ডাইওক্সাইড দিয়ে হিমায়িত নতুন ফ্রিজ সরবরাহ করেছে। তাছাড়া স্টেডিয়ামে বসানো হাইয়ার-এর সৌর শক্তি চালিত এয়ার-কন্ডিশনার ব্যবহার করে ২৪ লাখ ওয়াট বিদ্যুত্ সাশ্রয় করেছে। এতে ২ হাজার ১শো টন কার্বন ডাইওক্সাইড নিঃসরণ রোধ করেছে। হাইয়ার কোম্পানির বাণিজ্যিক এয়ার-কন্ডিশনারের বিভাগের জেনারেল ম্যানেজার তু কুয়াং লিন বলেন, "পেইচিং অলিম্পিক গেমসের স্টেডিয়ামের মধ্যে ৭২ শতাংশেই হাইয়ার কোম্পানির বাণিজ্যিক এয়ার-কন্ডিশনার ব্যবহৃত হয়েছে। প্রতিযোগিতার মাধ্যমে আমরা এ সুযোগ নিয়েছি। এ এয়ার-কন্ডিশনারগুলোর বৈশিষ্ট্য হচ্ছে সবুজ পরিবেশ রক্ষা। অলিম্পিক সাংগঠনিক কমিটি এর খুব প্রশংসা করেছে।

    একই সঙ্গে হাইয়ার কোম্পানি ওয়াশিং পাওডার ছাড়া পরিস্কার করা ওয়াশিং ম্যাশিন উদ্ভাবন করেছে। পরীক্ষা থেকে জানা যায় যে এ ধরণের ওয়াশিং ম্যাশিনের পরিস্কারের দক্ষতা সাধারণ ওয়াশিং ম্যাশিনের চেয়ে ২৫ শতাংশ বেশি। পানি ও বিদ্যুত সাশ্রয়ের ক্ষেত্রে ৫০ শতাংশ কম।

     শুধু পেইচিং অলিম্পিক গেমসের জন্য হাইয়ার কোম্পানি নতুন পণ্য সম্প্রসারণ করেছে তা নয়, হাইয়ারের পণ্য বাজারেও প্রবেশ করেছে। হাইয়ার কোম্পানির বাণিজ্যিক এয়ার কন্ডিশনার বিষয়ক জেনারেল ম্যানেজার তু কুয়াং লিন বলেন, "শুধু আমাদের পণ্য পরিবেশ সাশ্রয়ী তা নয়। বিভিন্ন পণ্য ও এলাকায় আমরা একটি জ্বালানি সাশ্রয় এবং পরিবেশ রক্ষা সংক্রান্ত কেন্দ্র গড়ে তুলেছি। বিভিন্ন দেশের বিভিন্ন চাহিদা মেটানোর জন্য আমরা টানা জ্বালানি সাশ্রয় এবং পরিবেশ রক্ষা সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করবো।

    ভোক্তাদের জন্য হাইয়ার-এর গুণগত পণ্য ও সেবা প্রদান করার পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন করে যাচ্ছে। ২০০৭ সালের জুন মাসে হাইয়ার চীনে " হাইয়ার অলিম্পিক সদিচ্ছা প্রকল্প" চালু করেছে। চীনের যুবকদের উন্নয়ন তহবিলের জন্য ৩০ লাখ রেন.মিন.পি অনুদান দিয়েছে। হাইয়ার কোম্পানির এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মার্কেটিং ম্যানেজার চাং টিয়ে ইয়ান বলেন, "সরবরাহকারী হিসেবে হাইয়ার কোম্পানি অলিম্পিক মর্মের সম্প্রসারণ করাকে কেন্দ্র করে তত্পরতা চালায়। এর মানে হলো, একজন চীনা খেলোয়াড় সোনার পদক পেলে হাইয়ার কোম্পানি তার সদিচ্ছার নিদর্শন স্বরূপ একটি প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনুদান দেয়।

     একই সঙ্গে পেইচিং অলিম্পিক গেমস থেকে হাইয়ার কোম্পানি অনেক কিছু পেয়েছে। জানা গেছে, পেইচিং অলিম্পিক গেমসের সরবরাহকারী হিসেবে হাইয়ার কোম্পানি হাই-টেক পণ্য উদ্ভাবন জোরদার করেছে। অলিম্পিক গেমসও হাইয়ার কোম্পানির জন্য অনেক সুযোগ প্রদান করেছে। ছিং তাও সেইলিং ইভেণ্টের জন্য স্টেডিয়াম নির্মানে হাইয়ার কোম্পানি অংশ নিয়েছে। (ওয়াং তান হোং)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China