চীনের ইউয়ুন নান প্রদেশের উন্নয়ন ও সংস্কার কমিশন থেকে জানা গেছে, ২০১২ সালে ইউয়ুন নান প্রদেশ খুনমিং শহরকে কেন্দ্র করে শহুরে সার্বিক পরিসেবা দক্ষতা আরো উন্নত করবে এবং ধাপে ধাপে দক্ষিণ-পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া-মুখী ও প্যান চু নদীর বদ্বীপ অঞ্চলকে পরিসেবাদানের আঞ্চলিক পণ্য স্থানান্তরের কেন্দ্র প্রতিষ্ঠিত করবে।
এ লক্ষ্য বাস্তবায়নের জন্য ইউয়ুন এক্সপ্রেস সড়কপথ নির্মাণকে প্রাধান্য দিয়ে মহাসড়ক পরিবহন ব্যবস্থা গড়ে তুলবে, বিমানে মাল পরিবহনের ক্ষমতা বাড়াবে, জলপথ নির্মাণ কাজ দ্রুত করবে, রেলপথ নির্মাণ সুসম্পন্ন করে ভিয়েতনাম, থাইল্যান্ড ও মিয়ানমারের রেললাইনের সঙ্গে সংযোগ করবে।
গোটা ইউয়ুন নান প্রদেশে মোট ৩০টি প্রাদেশিক পর্যায়ের আধুনিকায়ন পণ্য স্থানান্তর কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। চিয়ে কাও, হো খো ও মাং তিংসহ জাতীয় বন্দরগুলোতে সীমান্ত পার হওয়া, প্রক্রিয়াজাতকরণ বাণিজ্য, মাল বন্টন ও আন্তর্জাতিক বাণিজ্যসহ আন্তর্জাতিক পণ্য স্থানান্তর কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে।
তা ছাড়া, ইউয়ুন নানে আধুনিক পণ্য স্থানান্তর তথ্য প্লাটফর্মও প্রতিষ্ঠিত হবে। (ইয়ু কুয়াং ইউয়ু) |