v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
ইয়ুন নান বেশি দক্ষিণ এশিয়ার ছাত্রছাত্রীকে আকর্ষিত
2008-10-08 21:07:52

    দক্ষিণ পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়া সংলগ্ন চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ইয়ুন নান প্রদেশ । এখন সেখানে লেখাপড়া করতে আসা দক্ষিণ এশিয়ার ছাত্রছাত্রীদের জন্য বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় রয়েছে।

    সম্প্রতি ইয়ুন নান অর্থ বিশ্ববিদ্যালয়ের আসিয়ান কলেজ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে। এটি হচ্ছে চীনের মোট ৪৭টি অর্থ সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের একটি। যার নাম আসিয়ানের কলেজ। যা বিশেষ করে আসিয়ান দেশগুলোর অর্থ, বাণিজ্য এবং আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রের বৈশিষ্টসম্পন্ন প্রযুক্তিবিদ প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা চালু করেছে। এখন এ কলেজে আসিয়ান দেশগুলোর মোট ৩ শ ৫০ জনেরও বেশি ছাত্রছাত্রী রয়েছেন।

    ইয়ুন নানের তা লি বিশ্ববিদ্যালয় দক্ষিণ এশিয় কলেজ স্থাপন করেছে। এখন এ কলেজে ভারত, পাকিস্তান এবং নেপালসহ বিভিন্ন দেশের ১৫০ জনেরও বেশি ছাত্রছাত্রী লেখাপড়া করছে। সে জন্য তা লি বিশ্ববিদ্যালয় হচ্ছে এ পর্যন্ত চীনের সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে লেখাপড়া করতে আসা সংখ্যার দিক থেকে সবচে' বেশি দক্ষিণ এশিয়ার পদ্যন্দর একটি বিশ্ববিদ্যালয়।

    খুন মিং লি কুং বিশ্ববিদ্যালয় দক্ষিণ পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার প্রযুক্তিবিদ প্রশিক্ষণ সংক্রান্ত কেন্দ্র প্রতিষ্ঠা করেছে। এ বিশ্ববিদ্যালয়ে ধাতুঢালাই শিক্ষাদানের ভালো দক্ষতা রয়েছে । সে জন্য এ বিশ্ববিদ্যালয় ভিয়েতনামের কয়লা ও খনিজ ক্ষেত্রের বিশেষ প্রযুক্তিবিদ প্রশিক্ষণের একটি বিশেষ সংস্থায় পরিণত হয়েছে। এখন মোট এক শ'রও বেশি ভিয়েতনামের ছাত্রছাত্রী এ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে।

   ইয়ুন নান প্রদেশের শিক্ষা বিভাগের পরিচালক হে থিয়ান ছুন অবহিত করেন যে, সাম্প্রতিক বছরগুলোতে ইয়ুন নান প্রদেশের বহু বিশ্ববিদ্যালয় তাদের কাছাকাছি দেশগুলোর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা ও আদান-প্রদানের ক্ষেত্র অব্যাহতভাবে সম্প্রসারণ করেছে। এখন সারা প্রদেশে মোট ৫ হাজার ৫ শ'রও বেশি বিদেশী ছাত্রছাত্রী রয়েছে। তারা অধিকাংশ দক্ষিণ পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার ছাত্রছাত্রী। তবে এক বছর আগে ইয়ুন নান প্রদেশে বিদেশী ছাত্রছাত্রীদের সংখ্যা মাত্র ৪ হাজার ২ শ'র মত ছিল ।

    আগে চীনে লেখাপড়া করতে আসা অধিকাংশ বিদেশী ছাত্রছাত্রীকে হান ভাষা শিখিতে হতো। তবে সাম্প্রতিক বছরগুলোতে তারা হান ভাষা শেখা ছাড়াও চিকিত্সা, অর্থ, পর্যটন এবং ধাতুঢালাইসহ বিভিন্ন বিভিন্ন বিষয় শেখার চেষ্টা করেছে।

    ইয়ুন নান প্রদেশের খুন মিং লি কুং বিশ্ববিদ্যালয়ের বিদেশী ছাত্রছাত্রী বিভাগের প্রধান তেং কাং মনে করেন, ইয়ুন নানের বিশ্ববিদ্যালয়গুলোর দক্ষিণ পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ার ছাত্রছাত্রীদের আকর্ষণের অনেক সুযোগ সুবিধা রয়েছে।

    জানা গেছে, ২০১০ সাল পর্যন্ত ইয়ুন নান প্রদেশে বিদেশী ছাত্রছাত্রীদের সংখ্যা প্রায় ১২ হাজারেরও বেশি হবে বলে অনুমান করা হচ্ছে।--ওয়াং হাইমান

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China