v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
পেইচিং প্যারালিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের কার্যনিবার্হী পরিচালক চান চি কান
2008-10-01 15:24:01
 পেইচিং প্যারালিম্পিক গেমস ৬ সেপ্টেম্বর শুরু হয়েছে । গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে আগাগোড়াই উষ্ণ ও আনন্দময় পরিবেশ বিরাজমান ছিল । অনুষ্ঠানটি দশর্কদের মনে গভীর ছাপ ফেলেছে । সম্প্রতি সি আর আইয়ের সংবাদদাতা প্যারালিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের কার্যনির্বাহী পরিচালক চান চি কানের একটি সাক্ষাত্কার নিয়েছেন ।

    পেইচিং প্যারালিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের সাংস্কৃতিক পরিবেশনায় উজ্জ্বলতা ও মঙ্গলের প্রতীক সূর্য পাখি আকাশে উড়ছে । পাখিটি যখন বিস্তীর্ণ তৃণভূমিতে পড়ে , অন্ধ গায়ক ইয়াং হাই থাও তখন ' থিয়েন ইয়ু ' নামে একটি গান করতে শুরু করেন । পরিচালক চান চি কান বলেন , ইয়াং হাই থাও অন্ধ হলেও নিজের অনুভূতি দিয়ে গান গাইতে পারেন । তার গান কথা বলার মতো , তাই তার গান সবাইকে মুগ্ধ করেছে । এ গানে জীবনের প্রতি তার প্রবল আকাংখা ফুটিয়ে তোলা হয়েছে । গানের কথায় বলা হয়েছে , যদিও আমি চোখে কিছুই দেখতে পারি না , তবে আমি ফুলের সুগন্ধ পাই ,আমি জানি প্রিয় মেয়ে আমার পাশেই আছেন । গান শেষে ইয়াং হাই থাও আবেগের সঙ্গে উপস্থিত দশর্ককে বলেন , যদি আমাকে তিন দিনের জন্য দৃষ্টিশক্তি দেয়া হয় , তাহলে আমি আমার বাবা মা ও আপনারাদের সবাইকে দেখতে চাই । তার কথা শুনে দশর্করা মুগ্ধ না হয়ে পারেন নি । প্যারালিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের মূল পরিবেশই ছিল উষ্ণতায় ভরি । চান চি কান বলেন ,প্যারালিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে আমরা দশর্কদের জানাতে চাই প্রতিবন্ধী হলেও তাদের মর্যাদা ও মূল্য আছে । প্রত্যেকের স্বপ্নও আছে । তারা নিজের উপর নির্ভর করে জীবন সংগ্রামে জোর চেষ্টা চালাচ্ছেন এবং তাদের চেষ্টা আনন্দময় পদ্ধতিতে প্রকাশ করছেন । তাই প্যারালিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের পরিবেশ গম্ভীর নয় , বরং রোমান্টিক ও উষ্ণময়। 

  মোট চার শ'রও বেশি প্রতিবন্ধী শিল্পী উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন । অনুষ্ঠানের আগে পরিচালক চান চি কান অনেক প্রতিবন্ধী শিল্পীর সঙ্গে মতবিনিময় করেছেন । তারা একসঙ্গে শিল্প ও জীবনের বিষয় নিয়ে আলোচনা করেছেন । আলোচনার মাধ্যমে চান চি কান জীবন ও শিল্প সম্পর্কে প্রতিবন্ধী শিল্পী ও খেলোয়াড়দের উপলব্ধি বুঝতে পেরেছেন । উদ্বোধনী অনুষ্ঠানে ' চিরকালের নৃত্য ' নামে নৃত্যনাট্যে চীনের প্রতিবন্ধী শিল্পী দলের শিল্পীদের অভিনয়ের কথা ছিল , পরে চান চি কান সি ছুয়ানের ওয়েন ছুয়ান ভূমিকম্পে আহত ১১ বছর বয়সের মেয়ে লি ইউয়েকে বেছে নিয়েছেন । লি ইউয়ে ভূমিকম্পে তার একটি পা হারিয়েছে । ভূমিকম্পের আগে লি ইউয়ে ব্যালেনৃত্য শিখত । মেয়েটি বলেন , আমি যদিও আমার বাঁ পা হারিয়েছি , তবু আমার ব্যালেনৃত্যের স্বপ্ন আমি ছেড়ে দেবো না । ইউয়ের এ কথা পরিচালক চান চি কানকে মুগ্ধ করেছে । তিনি লি ইউয়েকে এ নৃত্য পরিবেশন করতে দেয়ার সিদ্ধান্ত নিলেন । অনুষ্ঠানে লি ইউয়ে হুইলচেয়ারে বসে এক পায়ে লাল রঙের নাচের জুতা পরে হাত আন্দোলিত করে নৃত্য পরিবেশন করে , এক শ' বধির শিল্পী তার চার পাশে ঘিরে হাত দিয়ে লি ইউয়ের পা'র মতো নৃত্য করেন । চীনের বিখ্যাত ব্যালেনৃত্য শিল্পী লুই মান লি ইউয়েকে তুলে ঘুরতে থাকেন । এই সময় দশর্করা ছোট মেয়ে লি ইউয়ের সুন্দর পোশাক ও তার আত্মবিশ্বাসভরা হাসি মুখ দেখেছেন ।

    স্পেনের ক্রীড়া পত্রিকা মারকার একটি প্রবন্ধে বলা হয়েছে , পেইচিং প্যারালিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান মনোমুগ্ধকর , বিশ্বে পেইচিংয়ের ভাবমূর্তি আরো উন্নত হয়েছে ।

    এ এফ পি'র একটি প্রবন্ধে বলা হয়েছে ,পেইচিং প্যারালিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের সাজসজ্জা স্বর্গের মতো সুন্দর ,অনুষ্ঠানের কাহিনী অবিস্মরণীয়। স্বাগতিক দেশ চীনের একটি চমত্কার ও স্মরণীয় প্যারালিম্পিক উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের উদ্দেশ্য বাস্তবায়িত হয়েছে ।

    পেইচিং প্যারালিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান বিশ্বকে মুগ্ধ করেছে । এটা পরিচালক চান চি কানের অভিজ্ঞতার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত । ৫০ বছর বয়সের চান চি কান উত্তর চীনের সান সি প্রদেশে জন্মগ্রহণ করেন । ১২ বছর বয়স থেকে তিনি নাচ শিখতে এবং ১৭ বছর বয়স থেকে নৃত্যের মুদ্রা রচনা করতে শুরু করেন । গত ৩০ বছরে চান চি কান মোট তিন শ' নৃত্যনাট্য , গীতিনাট্য , সংগীতনাট্য ও নৃত্যের মুদ্রা সৃষ্টি করেন , তার রচিত নৃত্যগুলো বিশ্বের ৬০টি দেশ ও অঞ্চলে পরিবেশিত হয়েছে এবং দেশবিদেশের ত্রিশটিরও বেশি পুরস্কার পেয়েছে । চান চি কান বলেন , শিল্পী হিসেবে জীবনের রস সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই শিল্পীকে সমাজের বিভিন্ন সম্প্রদায়ের জীবনকে পরিচিত হতে হবে এবং তাদের জীবন থেকে সৌন্দর্য খুঁজে বের করতে হবে । জীবনের সৌন্দর্য আহরণের জন্য তীক্ষ্ণ উপলব্ধি শক্তি বজায় রাখতে হবে । ১৯৯৪ সালে চান চি কান পেইচিংয়ে অনুষ্ঠিত ইউয়েন নান প্রতিবন্ধী গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের পরিচালক ছিলেন , তখন থেকেই তিনি প্রতিবন্ধী শিল্পীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে শুরু করেন ।

    ২০০০ সালে চান চি কান চীনের প্রতিবন্ধী শিল্পী দলের জন্য ' আমার স্বপ্ন ' নামে একটি বড় আকারের নৃত্যনাট্য রচনা করেন । এ অনুষ্ঠানে ' হাজার হাতের বৌদ্ধ কুয়াং ইং ' নৃত্যটি দেশবিদেশে সমাদর পেয়েছে । এ নৃত্যে বিশ-বাইশজন সোনালী রংয়ের পোশাক পরা মুক ও বধির তরুণ-তরুণণী হাত আন্দোলিত করে বৌদ্ধ কুয়াং ইংয়ের হাজার হাত দিয়ে সবাইকে রক্ষা ও যত্নের কথা তুলে ধরেছে । তরুণ-তরুণীরা মুক ও বধির বলে সংগীত শুনে শুনে নৃত্য করতে পারে না , তাই হাতের ইংগিত দিয়ে তাদের পরিচালনা করতে হতো । প্রতিবন্ধী শিল্পীদের সঙ্গে সহযোগিতার প্রক্রিয়ায় চান চি কান মাঝেমধ্যেই প্রতিবন্ধীদের আত্মবিশ্বাস ও দৃঢ মনোবলের জন্য মুগ্ধ হন।

    ২০০৪ সালে ' হাজার হাতের বৌদ্ধ কুয়াং ইং' নৃত্যটি চীনের পক্ষ থেকে এথেন্সের প্যারালিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছে এবং ব্যাপক সমাদর পেয়েছে । চান চি কান বলেন , আমি মনে করি , চীনের প্রতিবন্ধী শিল্পীদের মান প্রথম শ্রেণীর । এটা প্রতিবন্ধীদের প্রতি চীন সরকারের গুরুত্ব ও সমর্থনের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত । তা ছাড়া , বিভিন্ন বিভাগের শ্রেষ্ঠ শিল্পীরাও প্রতিবন্ধী শিল্পীদের যথাসাধ্য সমর্থন ও সাহায্য দিচ্ছেন ।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China