v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
হ্যানোভার কনফুসিয়াস ইনস্টিটিউট চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করেছে
2008-09-22 13:53:46

১২ জুন জার্মানীর হ্যানোভার কনফুসিয়াস ইনস্টিটিউট এবং লোয়ার স্যাক্সোনি অঙ্গরাজ্যের উল্ফেনবিটেল নগরের গ্রোস মাধ্যমিক স্কুলের সঙ্গে জার্মানীর মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের দ্বিতীয় দফার চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স যৌথভাবে চালু করেছে। তিন দিনব্যাপী বৈচিত্র্যময় প্রশিক্ষণ তত্পরতার মাধ্যমে জার্মানীর মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ছাত্র-ছাত্রীরা চীনা ভাষা ও চীনের সংস্কৃতি সম্পর্কে জানা শেখার সুযোগ পেয়েছে।

গ্রোস মাধ্যমিক স্কুলের ক্লাসরুমে সবসময় মৃদু হাসির শব্দ শুনতে পাওয়া যায়। দোভাষী প্রশিক্ষণ কোর্সের এ ক্লাসের পরিবেশ একটু হালকা। এ কোর্সে অংশ নেয়া ছাত্র-ছাত্রীরা জার্মানীর লোয়ার স্যাক্সোনি অঙ্গরাজ্যের বেশ কয়েকটি মাধ্যমিক ও প্রাথমিক স্কুল থেকে এসেছেন। ছাত্র-ছাত্রীদের মধ্যে সবচেয়ে কম বয়সী যে তার বয়স হলো ১০ বছর। এ কোর্স হচ্ছে ২০০৭ সালে চীনা ভাষা আন্তর্জাতিক ক্ষেত্রে জনপ্রিয় করা সংক্রান্ত চীনের রাষ্ট্রীয় নেতৃস্থানীয় কার্যালয়ের উদ্যোগে চালু করার একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। প্রশিক্ষণ কোর্সের আয়োজক,হ্যানোভার কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনের উপাচার্য ডক্টার হু ছুন ছুন এ বিষয়ে বলেছেন,

আমরা একটি বৈচিত্র্যময় প্রশিক্ষণ কোর্স প্রণয়ন করেছি। এ কোর্সে ভাষা, সংস্কৃতি, চীনা কার্টুন, জার্মানীর ছাত্র-ছাত্রীদের উসু প্রদর্শনী, চীনা খাবার খাওয়া এবং চীনা শব্দ লেখাসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। চূড়ান্ত কোর্সের শেষে পরীক্ষা নিয়ে আমরা ছাত্র-ছাত্রীদের প্রত্যেককে একটি প্রশংসাপত্র দেই। যাতে উল্লেখ থাকে তাদের ভবিষ্যতের গৌরব ও সাফল্যের অভিপ্রায়।

হ্যানোভার কনফুসিয়াস ইনস্টিটিউট গত বছরের জুন মাসে প্রতিষ্ঠিত হয়েছে। এটি এ পর্যন্ত জার্মানীতে চীনা ভাষা সংক্রান্ত চীনের রাষ্ট্রীয় নেতৃস্থানীয় কার্যালয়ের সরাসরি নেতৃত্বে একমাত্র কনফুসিয়াস ইনস্টিটিউট এবং গণ কল্যাণমূলক পরিষদ---চায়নাসিসেজ জেনট্রাস হ্যানোভার ই.ভি ও থোং জি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত কনফুসিয়াস ইনস্টিটিউট। এ ইনস্টিটিউটের একটি প্রধান কাজ হচ্ছে মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে চীনা ভাষায় প্রশিক্ষিত করে তোলা। গত বছরের শেষ দিকে লোয়ার স্যাক্সনি অঙ্গরাজ্যের সংস্কৃতি ও শিক্ষা মন্ত্রণালয় এবং চীনা ভাষা সংক্রান্ত চীনের রাষ্ট্রীয় নেতৃস্থানীয় কার্যালয়ের সহায়তায় মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ছাত্র-ছাত্রীদের প্রথম চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স সংক্রান্ত তত্পরতা এ অঙ্গরাজ্যের তিনটি নগরে একই সময়ে চালু হয়েছে এবং দশটি মাধ্যমিক স্কুলের এক শোজন ছাত্র-ছাত্রীদের তা দৃষ্টি আকর্ষণ করেছে। কিছু কিছু মাধ্যমিক স্কুল তত্পরতার শেষে চীনা ভাষা আগ্রহী দল গড়ে উঠেছে। লোয়ার স্যাক্সনি অঙ্গরাজ্যের উল্ফেনবিটেল নগরের গ্রোস মাধ্যমিক স্কুল চীনা ভাষা প্রশিক্ষণ কোর্সের প্রতি খুব আগ্রহ দেখিয়েছে। এবার তারা হ্যানোভার কনফুসিয়াস ইনস্টিটিউটের সহযোগিতায় এ নিয়ে দ্বিতীয় বারের মত চীনা ভাষা প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে। গ্রোস মাধ্যমিক স্কুল ষোড়ষ শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছে। এ অঞ্চলে সবচেয়ে দীর্ঘ ইতিহাস থাকা মাধ্যমিক স্কুল শুধু এটিই। স্কুলের উপাচার্য পিটার এন্সথলার বলেছেন

অতীতে বলুন আর বর্তমানে বলুন চীন একটি গুরুত্বপূর্ণ দেশ। বিশ্বায়নের ও যুগে চীন আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চীনের সঙ্গে গড়ে তোলা সম্পর্ক কেবল যে রাজনীতি ক্ষেত্রে তাই নয়, বরং জনগণের বন্ধুত্বের বিনিময়ও এর একটি অংশ। একটি মাধ্যমিক স্কুল হিসেবে আমাদের লক্ষ্য হলো যুবকযুবতীদের মধ্যে আমাদের এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা। সুতরাং আমরা চীনা ভাষা সংক্রান্ত আনুষ্ঠানিক কোর্স আমাদের স্কুলে অন্তর্ভূক্তির কথা বিবেচনা করেছি।

প্রতি দিন শুধু মাত্র তিন ঘন্টার প্রশিক্ষণ শেষে আগে চীনা ভাষা বলতে ও বুঝতে না পারা জার্মানীর মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ছাত্র-ছাত্রীরা চীনা ভাষার সংখ্যা উচ্চারণ করতে পারে। এটি খুব বিষ্ময়ের ব্যাপার। তাছাড়া, তারা আসসালামু আলাইকুম, ধন্যবাদ, আমার নাম এবং তোমার বয়স কতসহ বিভিন্ন সহজ বাক্যগুলোও বলতে পারে। ১২ বছর বয়সী জার্মানীর মেয়ে নীনা বার্টেলস বলেছে, এ কোর্স দারুণ মজার। এখানে আমি ভিন্ন দেশের ভাষা ও তাদের জীবনের ব্যবস্থা সম্পর্কে জানতে ও বুঝতে পারি। তবে আমি মনে করি, চীনা ভাষা লেখা সত্যিই একটু কঠিন।

1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China