v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীনের ইয়ুননান প্রদেশের সুন তিয়ান জেলায় ক্লোরিন নির্গত হওয়ার দুর্ঘটনায় পতিত রোগীরা এখন আশংকামুক্ত
2008-09-18 20:41:41
    ১৮ সেপ্টেম্বর সকাল ১০টা পর্যন্ত চীনের ইয়ুননান প্রদেশের সুন তিয়ান জেলায় ক্লোরিন নির্গত হওয়ার দুর্ঘটনায় পতিত ৭১জন রোগীর অবস্থা স্বাভাবিক ছিলেন ।

    জানা গেছে , বুধবার বিকেল ৩টা ৩৫ মিনিটে চীনের ইয়ুননান প্রদেশের সুন তিয়ান হুই ও ই জাতি স্বায়ত্তশাসিত জেলার একটি কোম্পানিতে ক্লোরিন নির্গত হওয়ার দুর্ঘটনা ঘটেছে । ফলে কারখানা এলাকার ৭১জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন । খুন মিং শহর ও সুন তিয়ান জেলার চিকিত্সা বিশেষজ্ঞদের মতে ৭১জন রোগীর মধ্যে একজন গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন এবং ৬জন হাল্কাভাবে অসুস্থ হয়ে পড়েন । বর্তমানে রোগীদের মধ্যে ২৪জন হাসপাতালে চিকিত্সা নিচ্ছেন এবং ৪৭জন হাসপাতালের পর্যবেক্ষণে রয়েছেন ।

    দুর্ঘটনার পর সুন তিয়ান জেলা সরকার দ্রুত জরুরীভিত্তিক ব্যবস্থা নিয়ে ক্লোরিন নি:সরণের স্থান নিয়ন্ত্রণের ব্যবস্থা নেয়, যাতে আরো বেশি ক্ষতি না হয় । পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেছে , ঘটনাস্থল ও আশেপাশের বাতাসের মান এখন স্বাভিবিক পরিসরের মধ্যে রয়েছে ।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China