v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
সি চিন পিংয়ের সঙ্গে ভারতের বিশেষ প্রতিনিধি নারায়ানান'র সাক্ষাত্
2008-09-18 19:36:02
    চীনের ভাইস প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে ১৮ সেপ্টেম্বর বেইজিংয়ে চীন-ভারত সীমান্ত সমস্যা সংক্রান্ত বিশেষ প্রতিনিধিদের দ্বাদশ বৈঠকে অংশগ্রহণকারী ভারতের বিশেষ প্রতিনিধি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নারায়ানান সাক্ষাত্ করেছেন।

    সি চিন পিং জোর দিয়ে বলেন, চীন ও ভারতের উচিত অভিন্ন স্বার্থ সম্প্রসারণ করা, ভালোভাবে মতভেদের নিষ্পত্তি করা এবং চীন ও ভারতের সম্পর্কের দীর্ঘকালীন স্থিতিশীলভাবে সামনে এগিয়ে নেয়া ত্বরান্বিত করা। তিনি আশা করেন, দু'পক্ষ সমতাসূচক আলোচনা ও বন্ধুত্বপূর্ণ সংলাপের মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব ন্যায়সংগত, যুক্তিযুক্ত এবং দু'পক্ষের গ্রহণযোগ্য সমাধান কাঠামোয় স্বাক্ষর করবে। সীমান্ত সমস্যা সমাধানের আগে দু'পক্ষের সীমান্ত অঞ্চলের শান্তি ও নিরাপত্তা রক্ষা করা উচিত।

    নারায়ানান আশা প্রকাশ করে বলেন, সীমান্ত সমস্যা যত তাড়াতাড়ি সম্ভব সমাধান হবে। ভারত চীনের সঙ্গে যৌথভাবে দু'দেশের সম্পর্কের নতুন অগ্রগতি অর্জনের জন্য অব্যাহত চেষ্টা চালাতে ইচ্ছুক। (ইয়ু কুয়াং ইউয়ে)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China