সিনহুয়া বার্তা সংস্থার খবর, জনসাধারণের নিরাপদ জীবন ও দুর্গত অঞ্চলের পুনর্গঠন কাজ নিশ্চিত করার জন্য ১৮ সেপ্টেম্বর চীনের সিছুয়ান প্রদেশের ওয়েনছুয়ান জেলার নিকটবর্তী গুরুতর ভূতাত্বিক দুর্যোগের গোপন পকেটগুলোর ব্যাপারে সংস্কারের উদ্যোগ নিয়েছে।
ওয়েনছুয়ান হচ্ছে ১২ মের ভয়াবহ ভূমিকম্পের কেন্দ্রস্থল। এ স্থানটি হচ্ছে ঘন ঘন ভূতাত্বিক দুর্যোগ সংঘটিত অঞ্চল। কেবল ওয়েনছুয়ান জেলার নিকটবর্তী অঞ্চলেই অনেক গুরুতর ভূতাত্বিক দুর্যোগের গোপন পকেট রয়েছে চল্লিশটিরও বেশি। ওয়েনছুয়ান জেলা ও নিকটবর্তী অঞ্চলের দুর্যোগময় গোপন পকেটের স্থানের সংস্কার প্রকল্প দ্রুততর করা কেবল জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্বপূর্ণ ব্যবস্থা তা নয়, বরং ওয়েনছুয়ান জেলার দুর্যোগের পর পুনর্গঠন কাজও ত্বরান্বিত করবে।
সংস্কার প্রকল্পে অংশগ্রহণকারী ভূ-সম্পদ বিভাগ ও ওয়েনছুয়ান জেলাসহ সংশ্লিষ্ট পক্ষের প্রতিনিধিরা বলেন, নেতাদের নির্দেশ অনুযায়ী, সংস্কার প্রকল্পে সার্বিকভাবে শহর ও গ্রামাঞ্চলের পুনর্গঠন, জমি চাষের পদ্ধতি, প্রাকৃতিক পরিবেশ পুনপ্রতিষ্ঠা ও পরিবেশের শোভা বাড়ানোসহ নানা ক্ষেত্রের প্রভাব বিবেচনা করে বৈজ্ঞানিকভাবে দুর্যোগের অবসান ঘটাবে এবং দুর্গত অঞ্চলের ব্যাপক জনসাধারণের জন্য সুষম ও নিরাপদ পরিবেশ সৃষ্টির জন্য চেষ্টা চালাবে। (ইয়ু কুয়াং ইউয়ে) |