v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীন সরকার ভূমিকম্পের উদ্ধার কাজে ৬৭.৫ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করেছে
2008-09-18 19:30:27
    চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় জানিয়েছে, অর্থ মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত চীনের বিভিন্ন স্তরের সরকার ভূমিকম্প উদ্ধার কাজের জন্য মোট ৬৭.৫ বিলিয়ন ইউয়ান রেনমিনপি বরাদ্দ করেছে।

    জানা গেছে, এ দিন দুপুর ১২টা পর্যন্ত সিছুয়ানের ওয়েনছুয়ান ভূমিকম্পে সনাক্ত নিহতের সংখ্যা ৬৯ হাজার ২২৭, আহতের সংখ্যা ৩ লাখ ৭০ হাজারেরও বেশি, নিখোঁজ রয়েছে ১৭ হাজার ৯২৩। এখন পর্যন্ত দেশি-বিদেশি বিভিন্ন মহলের অনুদান সামগ্রী ও অর্থের মোট পরিমাণ ৫৯.৩ বিলিয়ন ইউয়ান। দুর্গত অঞ্চলে ২৬.৮ বিলিয়ান ইউয়ান সামগ্রী ও অর্থ পাঠানো হয়েছে।

   বাণিজ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত সিছুয়ান, কানসু, শেনশি প্রদেশের ১ লাখ ৩৮ হাজার ৯৬০টি বাণিজ্যিক সংস্থা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১ লাখ ২৮ হাজার ১৩৮টি বাণিজ্যিক সংস্থার ব্যবসা আবার শুরু হয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China