v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
অলিম্পিক গেমসের চিকিত্সা সেবা সুনিশ্চিত উচ্চ গুণগত মান সম্পন্ন হয়েছেঃ পেইচিং একইভাবে প্রতিবন্ধী অলিম্পিক গেমসের তা কার্যকর করা হবে
2008-09-05 21:07:52

প্রতিবন্ধী অলিম্পিক গেমসের জন্য পেইচিংয়ের আরেকটি নির্দিষ্ট হাসপাতালের প্রধান তিং সিও ওয়েই অবহিত করে বলেন যে : " প্রতিবন্ধী অলিম্পিক গেমসের প্রস্তুতিমূলক কাজ সুষ্ঠুভাবে চালানোর জন্য আমাদের হাসপাতালে বেশ কিছু অবাধ স্থাপনা গড়ে তোলা হয়েছে।"

পেইচিং স্বাস্থ্য বিষয়ক কর্মীরা বলেন, পেইচিং প্রতিবন্ধী অলিম্পিক গেমসের প্রস্তুতিমূলক কাজ সম্পূর্ণভাবে নেয়া হচ্ছে। পেইচিং অলিম্পিক গেমস ও পেইচিং প্রতিবন্ধী অলিম্পিক গেমস এর আগের অলিম্পিকের মতই চমত্কার নিশ্চিত করার জন্য পেইচিংয়ের চিকিত্সক কর্মীরা যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

১ সেপ্টেম্বর বিকালে চীনের স্বাস্থ্য মন্ত্রী ছেন জু এবং স্বাস্থ্য উপমন্ত্রী মা সিও ওয়েই পেইচিং স্বাস্থ্য ব্যুরোতে গিয়ে "অলিম্পিক গেমস--২০০৮" এবং প্রতিবন্ধী অলিম্পিক গেমসের চিকিত্সা নিশ্চিত সংক্রান্ত কাজ নিয়ে আলোচনা করেছেন। পেইচিং শহরের উপ মেয়র তিং সিয়াং ইয়াং এ সময় উপস্থিত ছিলেন।

মা সিও ওয়েই চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে পেইচিং সরকার ও পেইচিং স্বাস্থ্য ব্যুরোর সকল কর্মী এবং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির চিকিত্সা বিষয়ক কেন্দ্রের সকল অংশগ্রহণকারী চিকিত্সা কর্মীদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, এবারের অলিম্পিক গেমসের চিকিত্সা সেবা নিশ্চিত করার লক্ষ্যে পেইচিং ১ লাখ ৮০ হাজারেরও বেশি চিকিত্সক কর্মী দিন-রাত অব্যাহতভাবে তাদের দায়িত্ব পালন করেছেন।

যাতে কার্যকরভাবে সংক্রামক রোগসহ গুরুতর রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। তারা সাফল্যের সঙ্গে চিকিত্সা ক্ষেত্রের বিভিন্ন দিক নিশ্চিত করার দায়িত্ব সম্পন্ন করেছেন। পেইচিং অলিম্পিক গেমস এবারে উচ্চ পর্যায়ের অলিম্পিক গেমস আয়োজনে জন্য অনেক বেশি অবদান রেখেছে। এটি আন্তর্জাতিক সম্প্রদায়, খেলোয়াড় এবং সকল চীনাদের জন্য সন্তোষজনক লক্ষ্য বাস্তবায়িত করেছে।

এটিও আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক প্রশংসা পেয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ১৩তম প্রতিবন্ধী অলিম্পিক গেমস আসন্ন প্রায়, " দু'টি অলিম্পিক গেমস হবে একই ধরণের চমত্কার " এবারের গেমসেও বিভিন্ন ক্ষেত্রের যোগাযোগ ও সমন্বয় জোরদার করে অব্যাহতভাবে চিকিত্সা ক্ষেত্রের কাজ নিশ্চিতভাবে এগিয়ে নেয়া হবে। --ওয়াং হাইমান


1 2 3
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China