চীনের ওয়েনছুয়ান ভূমিকম্প বিশেষজ্ঞ কমিটির উপ-মহাপরিচালক শি পেই জুন ৪ সেপ্টেম্বর বলেন, ওয়েনছুয়ান ভুমিকম্পে সিছুয়ান, কানসু, শেনশি'র ৮৪৫.১ বিলিয়ন ইউয়ান প্রত্যক্ষ আর্থিক ক্ষতি হয়েছে। এর মধ্যে ৯১ শতাংশ আর্থিক ক্ষতি হয়েছে সিছুয়ানে।
শি পেই জুন রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে বলেন, বিধ্বস্ত বসতবাড়ি থেকে ২৭ শতাংশ ক্ষতি হয়েছে। স্কুল, হাসপাতাল ও অন্যান্য বাড়িঘর থেকে সৃষ্টি ক্ষতির পরিমাণ ২০ শতাংশ।
আরো জানা গেছে, এখন ওয়েনছুয়ান ভূমিকম্পের দুর্যোগ কবলিত এলাকার পর্যালোচনার কাজ মোটামুটি শেষ হয়েছে। সিছুয়ান, কানসু ও শেনশি এই তিনটি প্রদেশের মধ্যে অত্যন্ত গুরুতর দুর্গত অঞ্চল অঞ্চলের সংখ্যা যথাক্রমে ৩৯, ৮ ও ৪। ৫১টি দুর্গত জেলার মোট আয়তন ১ লাখ ৩০ হাজার বর্গকিলোমিটার। (ইয়ু কুয়াং ইউয়ে) |