v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
তানি রয়োগো নারীদের ৪৮ কিলোগ্রামের জুডো খেলার একজন লিজেন্ডারী খেলোয়াড়
2008-09-02 19:55:10
    ৯ আগষ্ট পেইচিং অলিম্পিক গেমসের নারীদের ৪৮ কিলোগ্রামের জুডো প্রতিযোগিতার সেমি-ফাইনালে জাপানের তানি রয়োগো রুমানিয়ার দিমিট্রু আলিনা আলেক্সেন্দ্রার কাছে পরাজিত হয়ে ফাইনালে অংশ নেয়ার যোগ্যতা হারান । অবশেষে তিনি ব্রোঞ্জ পদক পেয়েছেন । এই ফল জাপানের সংবাদমাধ্যমসহ সকলের ধারণার বাইরে । প্রতিযোগিতার আগে সবাই অনুমান করেছিলেন , তানি রয়োগো জাপানের জন্য প্রথম স্বর্ণ পদক অর্জন করবেন । খেলার মাঠে জাপানের ফুজি টেলিভিশন কেন্দ্রের ওজাওয়া মাসুমি মাথা নেড়ে বলেন ,সবাই মনে করতেন তিনিই স্বর্ণ পদক অর্জন করবেন ।কিন্তু ভাবতে পারিনি যে , এ ধরণের ফল হবে ।

    ৩২ বছর বয়সী তানি রয়োগো নারীদের ৪৮ কিলোগ্রামের জুডো খেলার একজন লিজেন্ডারী খেলোয়াড় । ১৯৯২সালে ১৬ বছর বয়সে তিনি জাপানের পক্ষ থেকে বাশেরোনা অলিম্পিক গেমসে অংশ নিয়েছেন এবং নারীদের ৪৮কিলোগ্রামের জুডো প্রতিযোগিতায় রৌপ্যপদক অর্জন করেছেন । আবার সিডনি ও এথেন্স অলিম্পিক গেমসে তিনি দুটো স্বর্ণ পদক পেয়েছেন । তিনি একটানা ৮৪টি প্রতিযোগিতায় অপরাজীত আশ্চর্য্যরেকর্ড সৃষ্টি করেছিলেন । তিনি ১৯৯৩ সাল থেকে একটানা সাতবার বিশ্ব জুডো চ্যাম্পিয়নশীপে চ্যাম্পিয়ন হয়েছেন । এপযন্ত কেউই এই রেকর্ড ভঙ্গ করতে পারেনি ।

    স্বর্ণপদক অর্জনকারী ২৬ বছর বয়সী দিমিট্রু আলিনা আলেক্সেন্দ্রা এক সংবাদসম্মেলনে তানি রয়োগাকে একজন মহান খেলোয়াড় বলে ভূয়সী প্রশংসা করেন ।

    তানি রয়োগো বলেন , একটানা ৫টি অলিম্পিক গেমসে অংশ নিতে পারা এবং বিশ্বের বিভিন্ন জায়গার খেলোয়াড়দের সঙ্গে প্রতিযোগিতা করার সুযোগ পাওয়ার জন্য আমার উচিত তাদের সবাইকে ধন্যবাদ জানানো ।

    তানি রয়োগোর পক্ষে পেইচিং অলিম্পিক গেমসে স্বর্ণপদক অর্জন করা যেমন একটি লক্ষ্য তেমনি একটি কর্তব্য । প্রতিযোগিতার আগে তিনি বারবার বলেছিলেন,স্বর্ণপদকের জন্যই তিনি পেইচিং যাবেন । জাপানের সংবাদমাধ্যমের ধারণা , বয়সের দরুণ পেইচিং অলিম্পিক গেমস তানি রয়োগোর এই শেষ অলিম্পিক গেমস ।

    ৯ আগষ্ট ব্রোঞ্জপদক অর্জন করে তানি রয়োগো জাপানের জন্য সেইদিন একমাত্র পদক অর্জন করেছেন । জাপানের জাতীয় জুডো দলের সাবেক কোচ কোগাতোশি হিকো প্রশংসা করে বলেন , তানি রয়োগা ছাড়া আর কেউ এমন শ্রেষ্ঠ খেলোয়াড় হতে পারবেন না ।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China