v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীনা চলচ্চিত্র শিল্পী লি লিং এবং জাপানের নারী জুডো খেলোয়াড় তানি রয়োগোর অলিম্পিক কাহিনী
2008-09-02 19:46:44
    ৮ আগষ্ট বিকাল পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হতে মাত্র কয়েক ঘন্টা বাকি । পেইচিংয়ের উত্তরাঞ্চলের এক কমিউনিটির পাশে শতশত দর্শক হাতে উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট নিয়ে জাতীয় স্টেডিয়াম "বার্ড নেষ্টে" প্রবেশের জন্য অপেক্ষা করছিলেন । তাদের মধ্যে চীনের চলচ্চিত্রশিল্পী লি লিংও ছিলেন । তিনি এ কমিউনিটিতে থাকেন। দুদিন আগে তিনি মশালবাহক হিসেবে পেইচিং ধাপের মশাল হস্তান্তরে অংশ নিয়েছিলেন ।এক সাক্ষাত্কারে তিনি তার চোখে দেখা অলিম্পিক গেমস সম্পর্কে বর্ণনা করেন ।

এগিয়ে যাও চীন । সফল হোক অলিম্পিক । এগিয়ে যাও চীন । সফল হোক অলিম্পিক ।

    ৬ আগষ্ট অজস্র পেইচিং অধিবাসীরা রাস্তায় নেমে আসেন । অলিম্পিক গেমসের মশাল কয়েক মাস যাত্রার পর আবার পেইচিংয়ে ফিরে এসেছে । প্রাচীন চীনের রাজধানী অভূতপূর্ব আন্তরিকতা দিয়ে পবিত্র অগ্নিকেস্বাগত জানায় । অন্যতম মশালবাহক লি লিং উচুতে মশাল তুলে ধরে স্বাগতিক জনতাকে অতিক্রম করেন ।

    তিনি বলেন, আমি মশাল নিয়ে মাত্র ৩৬ মিটার দৌঁড়েছি । আমি কখনো ভাবতে পারিনি যে ,আমিও অলিম্পিক গেমসের মশাল হস্তান্তরে অংশ নিতে পারবো। এই ৩৬ মিটার আমি অতিক্রম করেছি । আমি গর্বিত। আমার কাছে এটা দারুণ আনন্দের।

    লি লিং চীনের বিখ্যাত চলচ্চিত্রশিল্পী । তিনি এক সময় চীনের টেলিভিশন ক্ষেত্রের নানা পুরস্কার পেয়েছিলেন এবং " চীনের মধ্য বয়সী ও তরণ শ্রেষ্ঠ শিল্পী পদকও পেয়েছিলেন । চীনের শিল্পকলা ক্ষেত্রে এটা সর্বচ্চো সম্মানজনক পদক । তিনি বহু চরিত্রে অভিনয় করেছিলেন । এসব চরিত্রের মধ্যে রয়েছে গ্রামীন শিক্ষিকা , চীনের গণতান্ত্রিক বিপ্লবের অগ্রদূত সেন ইয়াত সেনের স্ত্রী, কর্মচ্যুত নারী শ্রমিক ও পুলিশ ইত্যাদি । লি লিং বলেন , একজন চলচ্চিত্র শিল্পী হিসেবে তিনি সুখী এবং ভাগ্যবান । কারণ অভিনেতা অভিনেত্রীদেরভিন্ন জীবন অনুভব করতে পেরেছেন এবং নিজেই অন্য লোকের কাহিনীতে নিজের অশ্রু দিতে পেরেছেন । তার কাছে অলিম্পিকের মনোবল হল মনোযোগের সঙ্গে অভিনয় করা ।

    লি লিং জানান , তার কাছে এবং তার আশেপাশে বন্ধুদের কাছে অলিম্পিকের তাত্পর্যের কিছু পরিবর্তন হয়েছে । লোকেরা আগের মতো শুধু প্রতিযোগিতার ওপর গুরুত্ব দেন তা নয় , অনেকে অলিম্পিক গেমসকে উত্সব হিসেবে গ্রহণ করেছেন । এসম্পর্কে লি লিং বলেন, আমি মনে করি, অলিম্পিক গোটা মানবজাতির একটি বড় উত্সব। বিদেশী বন্ধুরা পরিবারপরিজন নিয়ে এখানে এসেছেন । চীনের সুস্বাদু খাবার খেতে, চীনের প্রাচীন স্থাপত্যকীর্তি দেখতে এবং চীনা মানুষকে , চীনের সংস্কৃতিকে জানতে পারা আমাদের সাধারণ মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ।

    লি লিং বলেন , আমি বার্ড নেষ্টের অদূরে একটি কমিউনিটিতে থাকি । আমি প্রতিদিন অলিম্পিকের পদধ্বনি অনুভব করতে পারি । আজ অলিম্পিক সত্যিই এসেছে । আমি এর পরিবেশে বিমুগ্ধ হয়েছি । এটা অলিম্পিক গেমসের সৌন্দর্য।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China