v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
ওয়েন চিয়া পাও দুর্গত জনসাধারণের পুনর্বাসন কাজের নির্দেশ দিয়েছেন
2008-09-02 19:41:24
    ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর রাতে সিছুয়ান পরিদর্শন করা চীনের প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় পরিষদের ভূমিকম্প উদ্ধার ও ত্রাণ সদর দপ্তরের মহা পরিচালক ওয়েন চিয়া পাও তাঁর সভাপতিত্বে ট্রেনে অনুষ্ঠিত এক অধিবেশনে ভূমিকম্প কবলিত অঞ্চলের জনসাধারণের পুনর্বাসন কাজ ভালোভাবে করার বিষয় নিয়ে আলোচনা করেছেন।

    অধিবেশনে মনে করা হয়ে, ওয়েনছুয়ান ভূমিকম্পের পর তিন মাস প্রচেষ্টার মাধ্যমে দুর্গত জনসাধারণকে ভালোভাবে পুনর্বাসন করা হয়েছে। এখন দুর্গত জনসাধারণের খাওয়া, পানীয় জল এবং অস্থায়ী গৃহ সমস্যার মোটামুটি সমাধান করা হয়েছে। মাধ্যমিক ও প্রাথমিক স্কুলগুলো সব খোলা হয়েছে। আহত জনসাধারণ চিকিত্সা পেয়েছেন। ভয়াবহ দুর্যোগের পর ব্যাপক মহামারীর প্রকোপ ঘটে নি। শিল্প ও কৃষি উত্পাদন মোটামুটি পুনরুদ্ধার হয়েছে। সমাজের স্থিতিশীলতা বজায় রয়েছে।

    বর্তমানে দুর্গত জনসাধারণের নিরাপদে শীতকাল কাটানোর সমস্যার সমাধান করার জন্য অধিবেশনে নির্দেশ দেয়া হয়েছে। দুর্গত অঞ্চলের নির্মাণ-সামগ্রী এবং দৈনন্দিন পণ্য মূল্যও স্থিতিশীল রাখতে হবে। গৃহহারা বা বিধ্বস্ত বাড়িঘর মেরামত করা দরকার এমন পরিবারকে সরকারের পক্ষ থেকে উপযুক্ত ভর্তুকি দিতে হবে। দরিদ্র ও প্রতিবন্ধী জনগণের জন্য সাহায্য ও ত্রাণ কাজ ভালোভাবে করতে হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China