চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ১ সেপ্টেম্বর সিছুয়ান প্রদেশের মিয়ান ইয়াং শহরের ছাং হোং প্রশিক্ষণ কেন্দ্রের পেইছুয়ান মাধ্যমিক স্কুলে গিয়ে শরত্কালীন ষান্মাসিক পাঠক্রম উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং ছাত্রছাত্রী ও শিক্ষকদের সঙ্গে কথা বলেছেন।
১২ মে ওয়েনছুয়ান ভূমিকম্পের দ্বিতীয় দিনে এবং মে মাসের ২২ ও ২৩ তারিখে ওয়েন চিয়া পাও পর পর তিন বার পেইছুয়ান মাধ্যমিক স্কুল গিয়েছিলেন।
পাঠক্রম উদ্বোধনী অনুষ্ঠানে ওয়েন চিয়া পাও তাঁর ভাষণে বলেন, ভূমিকম্পের পর ১১০ দিন পার হয়েছে। পেইছুয়ান মাধ্যমিক স্কুল আবার নিজের পায়ের ওপর ভর করে মজবুত ও সাহসী মন নিয়ে দাঁড়িয়ে গেছে। ওয়েন চিয়া পাও বলেন, সূর্যোদয়ের মতোই এ স্কুলের ভবিষ্যত অবশ্যই উজ্জ্বল হবে। একটি জাতির দুর্যোগও জাতির অগ্রগতি দিয়ে পূরণ করতে হবে। এই পূরণের কাজটি যুবকদের ওপর নির্ভর করছে। যুবকরা পরিশ্রম করে তা সাধন করবে।
এরপর ওয়েন চিয়া পাও বিশেষ করে হুইলচেয়ারে বসা প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের কাছে যান এবং তাদের সঙ্গে করমর্দন করেন ও তাদের লেখাপড়া ও জীবনযাপন সম্পর্কে খোঁজখবর নেন।
এদিন সিছুয়ান ভূমিকম্প কবলিত অঞ্চলের ৩৪ লাখ ছাত্রছাত্রীর প্রায় সবাই স্কুলে তাদের লেখাপড়া শুরু করেছে। এর মধ্যে রয়েছে পরিকল্পনা অনুযায়ী নতুন ভর্তি হওয়া ৬ লাখ ছাত্রছাত্রী। ভূমিকম্পের কারণে ছাত্রছাত্রীরা যাতে স্কুলচ্যুত না হতে পারে সে জন্য বিভিন্ন স্তরের সরকার তাদেরকে বিশেষ ভর্তুকি দিয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|