v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
যদিও লি না পদক পান নি, তবে তিনি বেশি সাফল্য পেয়েছেন
2008-08-29 19:57:09
    পেইচিং অলিম্পিক গেমসের টেনিস ইভেন্টের প্রতিযোগিতা ১৬ আগস্ট শেষ হয়েছে। চীনের খেলোয়াড়দের মধ্যে শুধু লি না একক নারী টেনিসের কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন। যদিও তার প্রতিদ্বন্দ্বি রাশিয়ার খেলোয়াড় দিনারা সাফিনা আগে তিনটি কঠোর প্রতিযোগিতা শেষ করেছেন। তবে লি না তার প্রতিদ্বন্দ্বিকে হারাতে পারেন নি। এ প্রক্রিযায় লি না যথেষ্ট অভিজ্ঞতা ও সাফল্যের মুখ দেখেছেন। আজকের পেইচিং অলিম্পিক ২০০৮ অনুষ্ঠানে লি না'র অলিম্পিক গেমসের কথা বলছি আমি আপনাদের বন্ধু লি লু।

    কোযার্টার ফাইনালে প্রবেশ করার ফলাফল হচ্ছে চীনের টেনিস দলের অলিম্পিক গেমসের একক ইভেন্টে শ্রেষ্ঠ সাফল্য অর্জন। বেশ কিছু দিন ধরে অসুস্থতায় জর্জরিত থাকলেও লি না গত বছর বিশ্বের কয়েকজন বিখ্যাত খেলোয়াড়কে পরাজিত করেছেন। এসব বিখ্যাত খেলোয়াড়ের মধ্যে রয়েছেন রাশিয়ার সভেতলানা কুজনেতসোভা এবং উইম্বলডন চ্যাম্পিয়নশীপে প্রথম স্থান লাভকারী মার্কিন যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামস । এসব বিখ্যাত খেলোয়াড়দেরকে পরাজিত করতে পেরে লি না সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন,(১)

    আমি যথাসাধ্য চেষ্টা করেছি। এ সাফল্যে আমি খুব খুশি। অবশ্যই বিভিন্ন প্রতিযোগিতায় যোগ দেয়ার প্রক্রিয়ায় আমার কিছু দুঃখ বোধ থেকেই যায়।

    এর পাশাপাশি লি না বিশ্বের অন্যতম টেনিস খেলোয়াড় হিসেবেও স্বীকৃতি পেয়েছেন। সেনিফাইনালে দিনারা সাফিনা লি নাকে পরাজিত করেন। চলতি বছর সাফিনা শ্রেষ্ঠ নৈপুণ্য প্রদর্শন করেছেন। তিনি মনে করেন, যদিও লি না জয়ী হয় নি। তবে লি না একজন শ্রেষ্ঠ খেলোয়াড়। তিনি বলেছেন, (২)

    লি না চমত্কার খেলেছেন। তিনি একদিন আমাকে হারাতে সক্ষম হবেই। আমাদের দক্ষতা একই। এটা আমার খানিক্টা সৌভাগ্য।

    পরবর্তীতে লি না চারটি গ্রান্ড স্লাম এবং পেশাগত প্রতিযোগিতায় অংশ নেবেন। অলিম্পিক গেমসে লি না বেশ কয়েকজন বিখ্যাত খেলোয়াড়কে পরাজিত করেছেন। নিঃসন্দেহে তিনি আরো বেশি আস্থাবান হয়েছেন। তিনি বলেছেন, (৩)

    আমি মনে করি, চীনে শ্রেষ্ঠ খেলোয়াড়ে পরিণত হওয়াই যথেষ্ট নয়। টেনিস ক্ষেত্রের দক্ষতাকে উন্নত করতে চাইলে খেলোয়াড়দের বিশ্বের বিভিন্ন প্রতিযোগিতায় শ্রেষ্ঠ সাফল্য অর্জন করা উচিত। শুধু চীনের খেলোয়াড়দের মধ্যে প্রথম হলে তার কোন বিশেষ তাত্পর্য নেই।

    গত বারো মাসে লি না'র এক কঠোর অভিজ্ঞতা হয়েছে। তিনি ২০০৭ সালে উইম্বলডন টেনিস প্রতিযোগিতার পর শীরিরের অবস্থা অবনতির দিকে যায়। অসুস্থাতার কারণে তিনি শুধু ছয়টি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। অলিম্পিক গেমসের যোগ্যতা পাওয়া সহজ নয়। তিনি বলেছেন,(৪)

    আমি আমার বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়েছি। আমার সাফল্য অর্জনের প্রক্রিয়ায় তারা আমাকে বেশি সাহায্য করেছেন। যদিও টেনিস ব্যক্তিগত ইভেন্ট। তবে এবারের অলিম্পিক গেমস পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে। আমি মনে করি, এবারের অলিম্পিক গেমস একটি যৌথ তত্পরতা। আমি বেশ কয়েকজন লোকের সাহায্য পেয়েছিলাম। আমি তাদেরকেও ধন্যবাদ জানাই।

    অসুস্থাতায় জর্জরিত লি না চীনের টেনিস ইভেন্টের ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি ও তাঁর স্বামী চিয়াং শান জীবনের কষ্টসাধ্য দিন কাটিয়েছেন। তাঁর স্বামী হচ্ছেন তাঁর প্রশিক্ষক। এ সগ্রামী দিনের অভিজ্ঞতা বলার সময় তিনি দুঃখ প্রকাশ করেন। তিনি তাঁর স্বামীর ভালোবাসা গভীরভাবে বোধ করেন। তিনি বলেছেন, (৫)

    জর্মানীতে অস্ত্রোপচারের সময় আমি আমার স্বামীর সঙ্গে হাসপাতালে থাকতাম। তখন পেইচিং অলিম্পিক গেমসে আর বেশি বাকী ছিল না। আমরা বিদেশে থাকার সময় উদ্বিগ্ন বোধ করেছিলাম। আমি অলিম্পিক গেমসে সাফল্য অর্জনের জন্য আমার স্বামী বেশি অবদান রেখেছেন। আমি তাঁকেও অসংখ্য ধন্যবাদ জানাই।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China