v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
পেইচিং অলিম্পিকের সাফল্যে বিভিন্ন দেশের নেতাদের প্রশংসা
2008-08-29 19:37:50
    সম্প্রতি বেশ কয়েকটি দেশের নেতারা পেইচিং অলিম্পিকের সফল আয়োজনের ভূয়সী প্রশংসা করেছেন।

    আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট হুলিও কবোস ২৮ আগস্ট আর্জেন্টিনায় চীনা রাষ্ট্রদূত জেং কাংকে ফোন করে অলিম্পিক আয়োজনের সাফল্য স্বর্ণ পদক তালিকার শীর্ষে থাকায় চীনকে অভিনন্দন জানান। তিনি বলেন, পেইচিং অলিম্পিকের উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠান ছিল খুবই সুন্দর এবং আকর্ষণীয়। বিভিন্ন ইভেন্টের সাংগঠনিক কাজও খুব চমত্কার। আর্জেন্টিনার প্রতিনিধি দলকে চীন যেভাবে অভ্যর্থনা জানিয়েছে তাতে তিনি কৃতজ্ঞ।

    লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রী গেদিমিনাস কিরকিলাস ২৮ আগস্ট লিথুয়ানিয়ায় চীনা দূতাবাসে বলেছেন, পেইচিং অলিম্পিক সংশ্লিষ্ট সব কাজ খুব ভাল হয়েছে। এর মাধ্যমে বিশ্ব চীনকে আরো বেশি জানতে পেরেছে এবং চীন সম্পর্কে অনেকের ধারণা পরিবর্তন হয়েছে।

    এস্তোনিয়ার প্রেসিডেন্ট তুমাস হেন্ড্রিক আইভস ২৮ আগস্ট এস্তোনিয়ায় নব নিযুক্ত চীনা রাষ্ট্রদূত হুয়াং জুং পোকে বলেছেন, তিনি পেইচিং অলিম্পিকের সাফল্যের জন্য চীনকে অভিনন্দন জানান এবং আশা করেন প্রতিবন্ধী অলিম্পিক গেমসও সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হবে।

    ফিলিস্তিন প্রতিনিধি দলের কয়েক জন কর্মকর্তা ২৮ আগস্ট জানান, পেইচিং অলিম্পিক হলো অনন্য ক্রীড়া মহামিলন। (ইয়াং ওয়েই মিং)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China