v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
পেইচিং অলিম্পক হচ্ছে শান্তি ও সংহতির একটি মহা মিলন : বুলগেরিয়ার প্রেসিডেন্ট
2008-08-28 19:26:03
২৯তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস এখন চীনের রাজধানী পেইচিংয়ে পুরোদমে চলছে । বিভিন্ন চিত্তাকর্ষক প্রতিযোগিতা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করছে । বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানদের মধ্যেও বিশ্বস্ত ক্রীড়া অনুরাগী রয়েছেন । বুলগেরিয়ার প্রেসিডেন্ট জর্জি পারভানোভ তাদের মধ্যে একজন । বুলগেরিয়ার অলিম্পিক প্রতিনিধিদলকে সমর্থন জানানোর জন্যেই তিনি ১৬ আগস্ট বিশেষভাবে পেইচিংয়ে এসেছেন । সম্প্রতি আমাদের সংবাদদাতা পারভানোভের একটি সাক্ষাতকার নিয়েছেন ।

১৬ আগস্ট যখন প্রেসিডেন্ট পারভানোভ পেইচিং পৌঁছেন , তখন বুলগেরিয়ার রোইংয়ের বিখ্যাত খেলোয়াড় রামইয়ানা নেইকোভা বুলগেরিয়ার জন্যে প্রথম সোনা ছিনিয়ে নেন । আমাদের সংবাদদাতা জিজ্ঞেস করেন যে , প্রেসিডেন্ট পারভানোভের উপস্থিতি কি বুলগেরিয়ার জন্যে সৌভাগ্য এনে দিয়েছে ? উত্তরে পারভানোভ বলেন ,

আমার ধারণায় এটি সূচনা মাত্র । বুলগেরিয়ার অলিম্পিক প্রতিনিধিদল আরো বেশি পদক জয় করতে পারবে বলে আমার বিশ্বাস । অবশ্য আমার উপস্থিতির জন্যে নয় , আমাদের খেলোয়াড়দের পরিপূর্ণ প্রস্তুতির জন্যেই এটা সম্ভব হবে । আয়তন ও লোকসংখ্যার দিক থেকে বিবেচনা করলে বুলগেরিয়া ক্রীড়া ক্ষেত্রে একটি শক্তিশালী দেশ । আমাদের দেশে বেশ কিছু সংখ্যক অলিম্পিক চ্যাম্পিয়নের আবির্ভাব ঘটেছে । আমি বিশ্বাস করি , এবারের অলিম্পিক গেমসে তারা নিশ্চয় চমত্কার ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করবেন ।

বুলগেরিয়ার ক্রীড়া প্রতিনিধিদল ৭২জন সদস্যকে নিয়ে গঠিত । বুলগেরিয়ার খেলোয়াড়রা এবারের গেমসে ব্যাডমিন্টন , বক্সিং , কুস্তি , ইয়টিং , ভলিবল , রোইং , ক্যানোইং , সড়ক সাইক্লিং , ট্র্যাক ও ফিল্ড , সাঁতার , জিমন্যাস্টিকস , শুটিং , আর্চারি , টেনিস ও আর্ট জিমন্যাস্টিকসসহ ১৫টি বিভাগের প্রতিযোগিতায় অংশ নেবেন । প্রেসিডেন্ট পারভানোভ এবারের গেমসে বুলগেরিয়ার প্রতিনিধিদলের অর্জিত সাফল্যে সন্তোষ প্রকাশ করেন । তিনি বলেন ,

এবারের গেমসে বুলগেরিয়ার প্রতিনিধিদল অদম্য মনোবল প্রদর্শন করেছেন । আমার মনে হয় , ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্য ও সোনা গুরুত্বপূর্ণ হলেও আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের প্রতিনিধিদল প্রতিযোগিতায় সেরা মানসিক মনোভাব ও পেশাগত মান প্রদর্শন করেছেন ।

প্রেসিডেন্ট পারভানোভ হচ্ছেন বুলগেরিয়ার জাতীয় ভলিবল দলের একজন দৃঢ় সমর্থক । বুলগেরিয়ার পুরুষ ভলিবল দলের কথা উঠলে তিনি আনন্দের সংগে বলেন ,

বুলগেরিয়ার পুরুষ ভলিবল দলের অর্জিত সাফল্যে আমি বিশেষভাবে আনন্দিত । বর্তমান বিশ্ব ভলিবল আন্দোলনে তারা পুরোভাগে রয়েছেন এবং বিভিন্ন ধরণের আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতায় শ্রেষ্ঠ সাফল্য অর্জন করেছেন । ভলিবল হচ্ছে আমাদের দেশের একটি ঐতিহ্যবাহী ক্রীড়া বিভাগ । এ খেলা তরুণ-তরুণীদের মধ্যে বেশ সমাদর পেয়েছে । আমি আশা করি যে , এ বিভাগে আমাদের প্রাধান্য বজায় থাকবে ।

১৯৯৮ সালে পারভানোভ চীন সফরে এসেছিলেন । দশ বছর পর পেইচিংয়ের বিরাট পরিবর্তন দেখে তিনি অন্তরের অন্তস্থল থেকে বিমুগ্ধ হন । তিনি বলেন ,

পেইচিংয়ের বিরাট পরিবর্তন দেখে আমি খুবই আনন্দিত । এখানে যেমন এ শহরের সুগভীর সাংস্কৃতিক প্রাচুর্য্য সংরক্ষিত রয়েছে , তেমনি বড় আন্তর্জাতিক নগরের মহিমাও পরিলক্ষিত হচ্ছে । পেইচিংয়ে এ দুটি জিনিসের সুন্দর মিলন ঘটেছে । আমার কাছে যে পরিবর্তন সবচেয়ে লক্ষ্যণীয় , তা হচ্ছে সারা শহরজুড়ে এক রকম আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করছে ।

পারভানোভ পেইচিং অলিম্পিক সাংগঠনিক কমিটির সাংগঠনিক কাজের উচ্চ মুল্যায়ণ করেন । তিনি বলেন ,

পেইচিং অলিম্পিক সাংগঠনিক কমিটির কাজ অত্যন্ত সফল হয়েছে । এখন পেইচিং হচ্ছে সারা বিশ্বের কেন্দ্র । পেইচিং অলিম্পিক গেমস একটি বিরাট ঘটনা ।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China