v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
প্রশংসায় ভাসছে পেইচিং অলিম্পিক গেমস
2008-08-28 18:46:23

    ২৪ আগস্ট পেইচিং অলিম্পিক গেমসের সমাপনী অনুষ্ঠান বিভিন্ন দেশের রাজনৈতিক মহল এবং ক্রীড়া ব্যক্তিত্বদের মনে গভীর ছাপ ফেলেছে। সবাই এর প্রশংসা করেছেন।

    ২৭ আগস্ট থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সামাক সুন্দার্রাভেজ থাই প্রতিনিধি দলের ভাল নৈপুন্যের জন্য অনুষ্ঠিত এক উদযাপনী অনুষ্ঠানে পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কাজের প্রশংসা করেন। তিনি বলেন ,এটি এশীয় জনগণের অহংকার।

   এদিন রাশিয়ার আর্টিস্টিক জিমন্যাসটিক্স দলের প্রধান প্রশিক্ষক ইরিনা ভাইনেরকে উদ্বৃত করে রুশ টেলিভিশনে বলা হয়, এবারের পেইচিং অলিম্পিক গেমসে চীনা দলের সাফল্য তাদের ক্রীড়া শক্তির প্রতিফলন। পরবর্তী অলিম্পিক গেমসে চীনা দল আরও ভাল করবে বলে তিনি আস্থা প্রকাশ করেন।

    ২৫ আগস্ট ফ্রান্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড সমিতির চেয়ারম্যান বার্নার্ড আমসালেম বলেন, তিনি পাঁচবার অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছেন। পেইচিং অলিম্পিক গেমস হচ্ছে সকল অলিম্পিক গেমসের মধ্যে সবচে' সফল। তিনি আরো বলেন, এবারের অলিম্পিক গেমস আয়োজনের আগে এ সম্পর্কে কিছু লোক সন্দেহ ও সমালোচনা করেছিল । তিনিও পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির সামর্থ্য নিয়ে সন্দেহ করেছিলেন। তবে পেইচিং অলিম্পিক গেমসের সুষ্ঠু অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে এসব সন্দেহ দূর হয়ে গেছে।

    এবারের অলিম্পিক গেমসে পুরুষদের ৫৬ কিলোগ্রাম ওজন শ্রেনীর ভারোত্তোলনে ব্রোঞ্জ পদক অর্জনকারী ইন্দোনেশিয়ার খেলোয়াড় একো ইরাওয়ান সম্প্রতি সংবাদদাতাকে দেয়া এক সাক্ষাত্কারে বলেন, প্রতিযোগিতায় বিদেশী খেলোয়াড়দের প্রতি চীনা দর্শকদের সমর্থন ও উত্সাহের কথা তার মনে গভীর ছাপ ফেলেছে। পেইচিং অলিম্পিক গেমসের স্থাপনা সবার সেরা বলে তিনি প্রশংসা করেন। এর মধ্যে রয়েছে বিশেষ করে অলিম্পিক গ্রাম ও স্টেডিয়াম।--ওয়াং হাইমান

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China