v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
পেইচিং ২০০৮ প্রতিবন্ধী অলিম্পিক গেমসের মশাল হস্তান্তর শুরু
2008-08-28 18:41:17
    ২৮ আগষ্ট সকালে পেইচিং ২০০৮ প্রতিবন্ধী অলিম্পিক গেমসের মশাল পেইচিংয়ের স্বর্গমন্দিরে প্রজ্বলিত হয়েছে । চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও প্রতিবন্ধী অলিম্পিক গেমসের মশাল হস্তান্তরের উদ্বোধনী ঘোষণা করেন ।

    ২৮ আগষ্ট সকালে আন্তর্জাতিক প্রতিবন্ধী অলিম্পিক গেমসের গান বেজে ওঠার সঙ্গে সঙ্গে ২০০৮ সালের প্রতিবন্ধী অলিম্পিক গেমসের পবিত্র আগুন সংগ্রহকারী প্রতিবন্ধীচান সিন থিয়েন স্বর্গমন্দিরে উঠেন । মুক ও বধির চান সিন থিয়েন চীনের প্রতিবন্ধী শিল্পী দলের অনুষ্ঠান উপস্থাপক। তিনি মশালটিকে একটি অবতল আয়নার সামনে রাখার সঙ্গে সঙ্গে তা জ্বলে ওঠে । প্রধানমন্ত্রীওয়েন চিয়া পাও মশাল হস্তান্তরের উদ্বোধনী ঘোষনা করেন । তিনি বলেন , পেইচিং ২০০৮ সালের প্রতিবন্ধী অলিম্পিক গেমসের মশাল হস্তান্তর এই মুহুর্ত থেকে শুরু হলো।

    পরবর্তী নয় দিনে প্রতিবন্ধী অলিম্পিকের মশালবাহকরা ' আধুনিক যুগের সৌন্দর্য' ও ' চীনা জাতির সভ্যতা' নামের দুটি পথ ধরে লোইয়াং , নানচিং , সেনচেন , সাংহাই , ছিনতাও ও ছানসাসহ চীনের ১১টি প্রদেশের ১১টি শহরে মশাল হস্তান্তর করবেন । ৬ সেপ্টেম্বর অর্থাত্ প্রতিবন্ধী অলিম্পিক গেমস উদ্বোধনের দিন মশালটি জাতীয় স্টেডিয়াম বার্ড নেস্টে পৌছবে এবং সেখানকার প্রধান আধারের মশাল প্রজ্বলন করা হবে ।

    প্রতিবন্ধী অলিম্পিক গেমসের মশাল হস্তান্তরের মধ্য দিয়ে এই গেমসের সুচনা হয়েছে । এ দিন পেইচিং প্রতিবন্ধী অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান লিউ ছি মশাল প্রজ্বলন অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় বলেন , পেইচিংয়ের স্বর্গমন্দিরে প্রতিবন্ধী অলিম্পিক গেমসের পবিত্র আগুণ প্রজ্বলনের শুভলগ্নে আমি আন্তরিকভাবে আশা করি প্রতিবন্ধীদের প্রতি আমাদের যত্ন ও ভালোবাসা নিয়ে এই মশাল স্বাভাবিক মানুষ ও প্রতিবন্ধীদেরকে ঐক্যবদ্ধ করবে এবং পেইচিং প্রতিবন্ধী অলিম্পিক গেমসকে জয়ের দিকে নিয়ে যাবে ।

    লিউ ছি আরো বলেন , প্রতিবন্ধী অলিম্পিক গেমস আয়োজন মানব জাতির সামাজিক সভ্যতার অগ্রগতির প্রতীক । গেমসের প্রবিত্র আগুন অলিম্পিক চেতনার প্রতীক , মশাল হস্তান্তরের প্রক্রিয়া মানব জাতির সম্প্রীতি , ভালোবাসা ও পারস্পরিক সহযোগিতার পৌছানোর প্রক্রিয়া । এটা বিশ্ব প্রতিবন্ধীদের সাহায্য করার কাজকে তরান্বিত করবে ।

    একটি পরিসংখ্যান থেকে জানা গেছে , বিশ্বে প্রতিবন্ধীর সংখ্যা ৬৫ কোটি । পেইচিং প্রতিবন্ধী অলিম্পিক গেমস চলাকালে বিশ্বের দেড় শ'টি দেশ ও অঞ্চলের চার হাজার প্রতিবন্ধী খেলোয়াড় , আড়াই হাজার কোচ ও কর্মকর্তা অংশ নেবেন । এবারের প্রতিবন্ধী অলিম্পিক গেমসে সবচেয়ে বেশি দেশ ও অঞ্চল অংশ নিচ্ছে ।

    আন্তর্জাতিক প্রতিবন্ধী অলিম্পিক কমিটির চেয়ারম্যান ফিলিপ বলেন , মশাল প্রজ্বলন বর্তমান পেইচিং প্রতিবন্ধী অলিম্পিক গেমসের সূচনা ঘোষনা করেছে ।

    চীনের প্রতিবন্ধী ফেডারেশনের চেয়ারম্যান তেন ফু ফান বলেন , প্রতিবন্ধী অলিম্পিক গেমস বিশ্ব জনগণের অভিন্ন উত্সব । এটা হলো বৈষম্য ও ভুল ধারণা বাদ দূরে সরিয়ে মানব জাতির সমতা ও সম্প্রীতির একটি মহামিলন মেলা । আমরা আন্তরিকভাবে এই গেমসের প্রতীক্ষায় রয়েছি । আমরা এক বিশ্ব এক স্বপ্নের পতাকায় বিশ্ব জনগণের সঙ্গে মিলে মানবজাতির শান্তি , অগ্রগতি , বন্ধুত্ব ও মানবতা বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালিয়ে যাবো ।

    জানা গেছে , পেইচিং প্রতিবন্ধী অলিম্পিক গেমসের মশাল হস্তান্তরের মোট দৈর্ঘ্য ১৩ হাজার কিলোমিটার । সাড়ে আট শ' মশালবাহক এতে অংশ নেবেন ।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China