v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
১৯৮০ সালের মস্কো অলিম্পিক গেমসে আমরা উপকৃত
2008-08-27 16:49:11
    ২৮ বছর আগে ১৯৮০ সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন ৯০০ কোটি মার্কিন ডলার ব্যয়ে মস্কো অলিম্পিক গেমস আয়োজন করে ছিল। সেবারের অলিম্পিক গেমস মস্কো, সাবেক সোভিয়েত ইউনিয়নের জনগণ তথা বর্তমানের রুশ জনগণের ওপর কি ধরণের প্রভাব রেখেছিল? তাদের জীবনে কি কি পরিবর্তন ঘটেছিল? আজকের অনুষ্ঠানে এসব বিষয়ে আপনাদেরকে জানাবো আমি।

    মস্কো আটশ বছরেরও বেশি সময়ের ইতিহাসসমৃদ্ধ একটি প্রাচীন নগরী। এটি ছিলো সাবেক সোভিয়েত ইউনিয়নের রাজধানী এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। ১৯৭৫ সালের মার্চ মাসে বিভিন্ন প্রস্তুতির কাজ সংগঠিত করার জন্য মস্কো অলিম্পিক গেমসের প্রস্তুতি কমিটি গঠন করা হয়। প্রস্তুতি কাজ সম্পর্কে মস্কো অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির প্রথম ভাইস চেয়ারম্যান, বর্তমান রুশ অলিম্পিক কমিটির সম্মানসূচক চেয়ারম্যান ভিতালি স্মিরনভ আমাদেরকে বলেন,

    তখন আমরা অনেক নতুন ক্রীড়া স্থাপনা, রাস্তা ও বাড়িঘর নির্মাণ করেছিলাম। মস্কো অলিম্পিক গেমসের জন্য নতুন বিমান বন্দর এবং বেতার ও টিভি কেন্দ্রসহ অনেক অবকাঠামোও নির্মিত হয়েছিল। আগের ৩টির জায়গায় ২১টি টিভি চ্যানেল হয়। তাছাড়া, আমরা সাবেক সোভিয়েত ইউনয়নের ব্যাপক ভূ-ভাগে সমন্বিত টিভি অনুষ্ঠান প্রচারের লক্ষ্য বাস্তবায়ন করেছি।

    এতো বড় একটি প্রকল্প সমন্বিত ব্যবস্থা ও পরিকল্পনা ছাড়া বাস্তবায়িত হওয়া সম্ভব নয়। ১৯৮০ সালের অলিম্পিক গেমসের ক্রীড়া স্থাপনা নির্মাণ তত্পরতার একজন সদস্য হিসেবে মস্কোর দ্য লুঝনিকি অলিম্পিক কমপ্লেক্স-এর মহাপরিচালক ভ্লাদিমির আলিওশিন বলেন,

    ১৯৮০ সালের অলিম্পিক গেমসের প্রস্তুতি কাজের সময় আমরা মস্কোর ভবিষ্যত উন্নয়নে অলিম্পিকের প্রভাবের কথা বিবেচনা করেছি। বাস্তবতা থেকে দেখা গেছে যে, তখনকার পরিকল্পনা এবং প্রচেষ্টা সত্যিই মস্কোর ভবিষ্যত উন্নয়নকে ত্বরান্বিত করেছে।

     আলিওশিন বলেন, প্রথমে পরিকল্পনা গ্রহণের সময় আমরা বরাবরই একটি নীতি অনুসরণ করে আসছিলাম। তা হলো সব স্থাপনাকে অলিম্পিক গেমসের পর মস্কো শহরবাসীর জন্য কাজে লাগাতে হবে।

    অবকাঠামোর দিক থেকে বলা যায়, অলিম্পিক গেমসের মাধ্যমে আমরা একটি আরো সুন্দর মস্কো পাই। আগের চেয়ে মস্কো আরো চমত্কার হয়ে ওঠে। এর মধ্যে রয়েছে নতুন ক্রীড়া ভেণ্যু, মহাচত্বর, ইমারত ও হোটেল এবং সুবিশাল সড়ক ইত্যাদি। উল্লেখ্য যে, অলিম্পিক গেমসের পর অলিম্পিক গ্রামের ঘরবাড়িগুলো সাধারণ মস্কোবাসীদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল। এখন পর্যন্ত সুন্দর পরিবেশ এবং সবুজ এলাকা হিসেবে এটাই মস্কোর সবচেয়ে ভালো অঞ্চল। তাই যে কোন ক্রীড়া প্রতিযোগিতা বিশেষ করে অলিম্পিক গেমসকে কেন্দ্র করে স্বাগতিক শহর ও দেশের উন্নয়ন কয়েক ধাপ এগিয়ে নেওয়া যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এতে স্থানীয় নাগরিকরা উপকৃত হয়।

    তা ছাড়া, অনেক ক্রীড়া স্থাপনা নতুন করে নির্মাণ ও পুনর্নির্মাণের ফলে মস্কোর ক্রীড়া অবকাঠামোর মান ব্যাপক উন্নত হয়। এখন এসব ভেণ্যু ক্রীড়া ও সাংস্কৃতিক স্থাপনা হিসেবে মস্কোর নাগরিকদের অবসর বিনোদনের জায়গায় পরিণত হয়েছে। স্মিরনভ বলেন,

    ক্রীড়া ভেণ্যু ছাড়াও, তখনকার নির্মিত কোনো স্থাপনাই আমরা ছেড়ে দেইনি। বর্তমান এসব স্থাপনার শতভাগ ব্যবহার হচ্ছে।

     মস্কো অলিম্পিক গেমস শুধু মস্কোর উন্নয়নকে ত্বরান্বিত করেছে, তা নয়, বরং রুশ জনগণের জন্য বিশাল কল্যাণ এনে দিয়েছে। এ সম্পর্কে আলিওশিন বলেন,

    আমরা মস্কোয় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড় এবং তাদের দেশ ও সংস্কৃতি সম্পর্কে যেমন জানতে পেরেছি, তেমনি অলিম্পিক গেমস বিশ্বের বিভিন্ন দেশ, জাতি ও সংস্কৃতির জনগণের সঙ্গে আমাদের বিনিময় ও যোগাযোগের জন্য একটি ভালো সুযোগ তৈরি করে দিয়েছিল।

    ১৯৮০ সালের অলিম্পিক গেমসের পর অলিম্পিক চেতনার প্রতি রুশ জনগণের অনুসন্ধিত্সা ও একাগ্রতা আরো বেড়েছে। মস্কোয় আবার অলিম্পিক গেমসের আয়োজনের ইচ্ছা সম্পর্কে বলতে গিয়ে স্মিরনভ আবেগাক্রান্ত হয়ে বলেন,

    আমরা অবশ্যই আশা করি, অলিম্পিক গেমস রাশিয়ায় আবার আয়োজিত হবে। দুঃখের বিষয় হলো, প্রথম বিশ্ব যুব অলিম্পিক গেমসের আয়োজক হওয়ার প্রতিযোগিতায় সিঙ্গাপুর বিজয়ী হয়েছে তাই বলে আমরা আশা ছেড়ে দেবো না। আমরা আবার আবেদনের চেষ্টা করবো। (লিলি)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China